রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkরিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? না ভাইরাল ছবিটি এডিট করা

রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো? না ভাইরাল ছবিটি এডিট করা

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

( প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে)

Claim

পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো রিয়াধে পৌঁছে আল-বাইকের খাবারে মজেছেন এমনই দাবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সম্প্রতি বিশ্বকাপের পরে সৌদি আরবের ফুটবল দল আল-নাসেরের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন রোনাল্ডো। 

রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো image 1
Screenshot of Facebook post by @syedintesar.hassan

Fact

রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তার সত্যতা যাচাই করার জন্য আমরা প্রথমে ছবিটির রিভার্স ইমেজ করি। The Sun এর ২০২০ সালের ২৮শে সেপ্টেম্বরে CR7কে  নিয়ে প্রকাশিত একটি রিপোর্ট পাই, রোনাল্ডোর ৮ফুট ৫ইঞ্চি পর্যন্ত লাফানোর ক্ষমতা ও বছর ৩৬শের হয়ে কিভাবে নিজেকে ফিট রেখেছেন তা হয়েছে। এই রিপোর্টে আমরা ভাইরাল ছবিটি পাই। রোনাল্ডোর সামনে একটি প্লেটে কিছু সবজি মাংস রয়েছে কিন্তু এখানে কোনো খাবারের প্যাকেট দেখা যাচ্ছে না যার উপরে আল-বাইকের নাম লেখা রয়েছে। এখানে জানিয়ে রাখি ভাইরাল ছবিটি এবং ২০২০ সালের এই রিপোর্টের ছবিটি এক।

রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো image 2
Screengrab from The Sun website

  

একই ছবি রোনাল্ডো তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছিলেন ২০১৬ সালের ২৩শে সেপ্টেম্বরে। অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তা বেশ পুরনো এবং সম্পাদিত। 

রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো image 3
Screengrab from Instagram post by Cristiano Ronaldo

এখানে দেখা যেতে পারে আসল ছবিটির সাথে ভাইরাল ছবিটির কি কি গরমিল আছে –

(L-R) Viral image and and Image shared by Ronaldo

আমাদের  পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে রিয়াধে আল-বাইকের খাবারে মজেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো এই দাবির সাথে যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৬ সালে রোনাল্ডো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন এবং ভাইরাল ছবিটির সাথে আসল ছবিটির বেশ অমিল রয়েছে।

Result: Altered Photo

Our Sources

Report By The Sun, Dated September 28, 2020
Instagram Post By Cristiano Ronaldo, Dated September 23, 2016


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular