ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে হস্তক্ষেপ করে ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এমনই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছবিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা CNN এর লোগো দেখা যাচ্ছে এবং ছবির নিচে লেখা রয়েছে ‘ ভারতের হস্তক্ষেপ করা ঠিক হয়নি, নাহলে পরিণতির জন্য তৈরী হোক’ .ছবির মধ্যে একদিকে রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের ছবি অন্যদিকে CNN এর সংবাদ সঞ্চালকের ছবি।

রাশিয়া-ইউক্রেনের বিবাদের আবহে সোশ্যাল মিডিয়াতে অনেক এমন ছবি, ভিডিও ছড়িয়েছে যা আদৌও এই যুদ্ধ সম্পর্কিত নয়। এর মধ্যে অন্য CNN চ্যানেলের ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়ার হুমকি দিয়েছে। কিন্তু সত্যিই কি এমনটা হয়েছে?
ভাইরাল ছবিটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে ‘গতকাল প্রায় ২৫মিনিট প্রধানমন্ত্রী মোদির সাথে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের কথা হয়েছে’. অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির ট্যুইট থেকে জানতে পারিও তিনিও প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন দেশে নৃশংসের মতো চলতে থাকা গোলাগুলো বন্ধের জন্য ভারত যেন জাতিসংঘের কাছে আবেদন করে।
Fact check / Verification
যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এই দাবিটি সত্যি কিনা জানার জন্য আমার রিভার্স ইমেজ সার্চ করি। এই পর্যায়ে আমরা CNN এর চ্যানেলের একটি ছবি পাই যেখানে ভাইরাল ছবিটির মতোই একই ছবি পাই।

এখানে আমরা ভাইরাল ছবিটির সাথে একটি অমিল খুঁজে পাই। ভাইরাল ছবিতে সংবাদ সঞ্চালকের ছবির উপর Moscow এবং সাথে সময় এক, সঞ্চালকের ছবির নিচে লাল রঙের দুই-তিন লাইন লেখা রয়েছে তাও এক, এমনকি পুতিনের ছবির নিচে লাল রঙের বক্সের মধ্যে ‘Putin’s New Punchline’ লেখাটিও এক শুধু এই লেখাটির নিচে যে লিংটি রয়েছে তা আলাদা। নিচে চিহ্নিত স্থানে পার্থক্য ও মিল নির্দেশ করা হয়েছে।


যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এই দাবিটি মিথ্যে

এছাড়াও আমরা CNN এর থেকে জানতে পারি The Lead CNN জ্যাক ট্যাপার CNN এর চ্যানেলে দেশ বিদেশের রাজনৈতিক, অর্থনীতি থেকে খেলাধুলো, সংস্কৃতি প্রভৃতি বিষয়ের সেরা সংবাদ পরিবেশন করে থাকে। The Lead CNN এর টুইটার থেকে ২০১৯ সালের একটি পোস্টে এই ছবিটি খুঁজে পাই।

Conclusion
আমাদের অনুসন্ধানের প্রমাণিত হয়েছে যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এই দাবিতে যে ছবিটি ছড়িয়েছে তা আসলে সম্পাদিত করা।
আরো পড়ুন : ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে সম্পর্কিত নয়
Result: Manipulated Media/ Altered Photo/Video
Our Sources
CNN’s website- https://edition.cnn.com/videos/tv/2019/11/12/lead-frederik-pleitgen-live-jake-tapper.cnn
Twitter profile of ‘The Lead CNN’- https://twitter.com/TheLeadCNN/status/1194389231143178241/photo/1
Visual Queues
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।