Wednesday, April 16, 2025
বাংলা

Fact Check

যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এই দাবি সমেত ভাইরাল ছবিটি সম্পাদিত করা

banner_image

ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধে হস্তক্ষেপ করে ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এমনই ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। ছবিতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা CNN এর লোগো দেখা যাচ্ছে এবং ছবির নিচে লেখা রয়েছে ‘ ভারতের হস্তক্ষেপ করা ঠিক হয়নি, নাহলে পরিণতির জন্য তৈরী হোক’ .ছবির মধ্যে একদিকে রয়েছে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের ছবি অন্যদিকে CNN এর সংবাদ সঞ্চালকের ছবি।

Courtesy: Facebook

রাশিয়া-ইউক্রেনের বিবাদের আবহে সোশ্যাল মিডিয়াতে অনেক এমন ছবি, ভিডিও ছড়িয়েছে যা আদৌও এই যুদ্ধ সম্পর্কিত নয়। এর মধ্যে অন্য CNN চ্যানেলের ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়ার হুমকি দিয়েছে। কিন্তু সত্যিই কি এমনটা হয়েছে?
ভাইরাল ছবিটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে ‘গতকাল প্রায় ২৫মিনিট প্রধানমন্ত্রী মোদির সাথে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনের কথা হয়েছে’. অন্যদিকে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির ট্যুইট থেকে জানতে পারিও তিনিও প্রধানমন্ত্রী মোদির সাথে কথা বলেছেন। তিনি প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন দেশে নৃশংসের মতো চলতে থাকা গোলাগুলো বন্ধের জন্য ভারত যেন জাতিসংঘের কাছে আবেদন করে।

Fact check / Verification

যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এই দাবিটি সত্যি কিনা জানার জন্য আমার রিভার্স ইমেজ সার্চ করি। এই পর্যায়ে আমরা CNN এর চ্যানেলের একটি ছবি পাই যেখানে ভাইরাল ছবিটির মতোই একই ছবি পাই।

Screenshot of Google Search

এখানে আমরা ভাইরাল ছবিটির সাথে একটি অমিল খুঁজে পাই। ভাইরাল ছবিতে সংবাদ সঞ্চালকের ছবির উপর Moscow এবং সাথে সময় এক, সঞ্চালকের ছবির নিচে লাল রঙের দুই-তিন লাইন লেখা রয়েছে তাও এক, এমনকি পুতিনের ছবির নিচে লাল রঙের বক্সের মধ্যে ‘Putin’s New Punchline’ লেখাটিও এক শুধু এই লেখাটির নিচে যে লিংটি রয়েছে তা আলাদা। নিচে চিহ্নিত স্থানে পার্থক্য ও মিল নির্দেশ করা হয়েছে।

Screenshot of the viral image highlighting the similarities with the video found on CNN’s website
Screenshot of Video on CNN’s website highlighting the similarities with viral screenshot

যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এই দাবিটি মিথ্যে

Screenshot of CNN’s website showing the original video

এছাড়াও আমরা CNN এর থেকে জানতে পারি The Lead CNN জ্যাক ট্যাপার CNN এর চ্যানেলে দেশ বিদেশের রাজনৈতিক, অর্থনীতি থেকে খেলাধুলো, সংস্কৃতি প্রভৃতি বিষয়ের সেরা সংবাদ পরিবেশন করে থাকে। The Lead CNN এর টুইটার থেকে ২০১৯ সালের একটি পোস্টে এই ছবিটি খুঁজে পাই।

Screenshot of tweet by @TheLeadCNN

Conclusion

আমাদের অনুসন্ধানের প্রমাণিত হয়েছে যুদ্ধে হস্তক্ষেপ করায় ভারতকে রাশিয়া হুমকি দিয়েছে এই দাবিতে যে ছবিটি ছড়িয়েছে তা আসলে সম্পাদিত করা।

আরো পড়ুন : ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে সম্পর্কিত নয়

Result: Manipulated Media/ Altered Photo/Video


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,795

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।