সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপের্ মাধ্যমে রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে একটি বার্তা এসে পৌঁছেছে, আগামী ২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ। ভাইরাল ছবিতে নিউজ ১৮ বাংলা চ্যানেলের লোগো দেখা যাচ্ছে। যার অর্থ নিউজ ১৮ বাংলা চ্যানেল থেকে এই খবরটি সম্প্রচারিত হয়েছে।



Fact-check / Verification
রাজ্যে গতবছর থেকে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। ক্লাসরুম, ব্লাকবোর্ডের জায়গায় এখন নিয়েছে ইন্টারনেট,মোবাইল, ল্যাপটপ। ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক সকলেই চিন্তিত কবে খুলবে স্কুল-কলেজ, কবে আবার তাদের ছেলেমেয়েরা ফিরে পাবে স্কুল কলেজে গিয়ে বন্ধুদের সাথে খেলাধুলা, আড্ডা দেওয়া, শিক্ষক শিক্ষিকাদের সাথে সরাসরি সিলেবাসের সমস্যার কথা জানানোর মতো স্বাধীনতা।
কবে খুলবে স্কুল-কলেজ সেই নিয়ে প্রশ্ন করার পর মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন রাজ্যে যদি করোনা পরিস্থিতি সঠিক থাকে তাহলে কালীপুজো, ভাইফোঁটা মিটে গেলে খোলা যেতে পারে শিক্ষা প্রতিষ্ঠান। বর্তমানে হোয়াট্সঅ্যাপ ও ফেসবুকে ভাইরাল দাবিতে বলা হয়েছে আসছে ২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ। এই তথ্যটি কতটা সত্যি জানার জন্য আমরা প্রথমে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করি।
২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ এই দাবিটি মিথ্যে
২০২০ সাল থেকে বন্ধ হওয়ার পর ২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ এই দাবিটির সত্যতা সম্পর্কে জানতে পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদ রাজ্যের শিক্ষা মন্ত্রালয়ের সাথেও যোগাযোগ করি। মন্ত্রণালয়ের প্রতিনিধিদের মারফৎ জানতে পারি এই ধরণের কোনো নির্দেশিকা এখনও জারি করা হয়নি। এমনকি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের ওয়েবসাইটেও এই ধরণের কোনো খবর নেই।

এরপর আমরা নিউজ ১৮ বাংলার এডিটর ইনপুট অরিন্দম চক্রবর্তীর সাথে যোগাযোগ করি, ২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ এই খবরটি নিউজ ১৮ বাংলা থেকে সম্প্রচারিত হয়েছে কিনা জিজ্ঞাসা করার পর জানতে পারি এই ধরণের কোনো খবর চ্যানেল থেকে চালানো হয়নি। সোশ্যাল মিডিয়াতে তাদের চ্যানেলের লোগো ও নাম ব্যবহার করে মিথ্যে খবর রটানো হচ্ছে বলে জানিয়েছেন অরিন্দম বাবু। তিনি এও বলেছেন চ্যানেলে সাধারণত লেখার যে ধরণ ব্যবহার করা হয়, ভাইরাল পোস্টে ব্যবহৃত লেখাটিও তার থেকে আলাদা।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ও হোয়াট্সঅ্যাপের্ মাধ্যমে ভাইরাল হওয়া দাবি ২৫শে নভেম্বর থেকে খুলতে চলেছে রাজ্যের স্কুল-কলেজ আসলে মিথ্যে। রাজ্য শিক্ষা পর্ষদ ও নিউজ ১৮ বাংলার তরফ থেকে এই ধরণের কোনো সংবাদ সম্প্রচারিত হয়নি।
Result- Fabricated Content
Our sources
WBCHSE
Ground verification
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।