Fact Check
UPSCতে শীর্ষস্থানাধিকারী শ্রুতি শর্মার নামে জাল টুইটার অ্যাকাউন্ট ছড়ালো বিভ্রান্তি
সম্প্রতি প্রকাশিত হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) সিভিল সার্ভিসের ২০২১ সালের রেজাল্ট। এই রেজাল্টের শীর্ষে রয়েছেন তিনজন নারী যার মধ্যে একজন উত্তরপ্রদেশের বিজনোরের শ্রুতি শর্মা।
সোশ্যাল মিডিয়াতে শ্রুতি শর্মাকে নিয়ে অনেকেই পোস্ট করেছেন যার মধ্যে একটি কারণ হলো তিনি UPSCতে শীর্ষস্থান অধিকার করেছেন এবং অন্য দিকে ওনার ছবি ব্যবহার করে অনেক জাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বানানো হয়েছে। এই অ্যাকাউন্ট থেকে যে সমস্ত ট্যুইট করা হয়েছে তা অনেকেই রি-ট্যুইট করেছেন এটা মনে করে যে এই ট্যুইটটি এসেছে UPSC ২০২১ সালের টপারের টুইটার থেকে।
এই ধরণেরই একটি অ্যাকাউন্টটিতে যখন আমরা এই প্রতিবেদনটি লিখছি ততক্ষনে প্রায় ১৬হাজার অনুসরণ করেছেন দেখতে পাই। এই টুইটার অ্যাকাউন্ট হ্যান্ডলটির নাম “IAS_ShrutiShrma” রয়েছে। টুইটার অ্যাকাউন্ট থেকে করা ৩০শে মে পর্যন্ত করার ট্যুইটে প্রায় ৩০ হাজার লাইক ও প্রায় দুই হাজার শেয়ার রয়েছে। এটাই শ্রুতির আসল টুইটার অ্যাকাউন্ট মনে করে অনেকে ওনাকে ওনার রেজাল্টের জন্য অভিনন্দন জানিয়েছেন।

শুধুমাত্র একটি ট্যুইট নয়, অনেক ট্যুইট বহুবার রি-ট্যুইট করা হয়েছে।

খোঁজার পর দেখি যে শ্রুতি শর্মার নামে তৈরী করা এক একটি অ্যাকাউন্ট প্রায় দুই হাজার-তিন হাজার ফলোয়ার্স পার করে ফেলেছে।


Fact check / Verification
UPSCতে শীর্ষস্থানাধিকারী শ্রুতি শর্মার আসল টুইটার অ্যাকাউন্ট কোনটি?
আসল টুইটার অ্যাকাউন্ট কোনটি জানার জন্য আমরা সরাসরি শ্রুতির সাথে যোগাযোগ করি। তিনি জানিয়েছেন ওনার টুইটার হ্যান্ডেলের নাম ‘shrutisharma986’ . ওনার ছবি ব্যবহার করে অন্যান্য যে সমস্ত অ্যাকাউন্ট খোলা হয়েছে তা সব জাল। শ্রুতি শর্মা নিজেও টুইটার অ্যাকাউন্ট থেকে এই বিষয়ের উপর ট্যুইট করেছেন।
এর আগেও আমরা দেখেছি হঠাৎ করে কোনো ব্যক্তির নাম সংবাদমাধ্যমের দ্বারা উঠে আসলে তার নামে টুইটার , ফেসবুক প্রোফাইল খোলা হয়। এইসব ব্যাক্তিদের জাল অ্যাকাউন্ট তৈরী করা হয় তাদের ছবি ব্যবহার করে। এই সমস্ত অ্যাকাউন্ট থেকে অনেক সময় এমন কিছু পোস্ট করা হয় যা অনেকেই যাচাই না করেই শেয়ার করেন যা অনেক সময় ক্ষতিকারক প্রমাণিত হয়।
এই প্রতিবেদনটি Newschecker Hindi অর্জুন দেওদিয়ার প্রতিবেদনটিকে অনুবাদ করা হয়েছে।
- UPSC ২০২১ সালের শীর্ষস্থানাধিকারী শ্রুতি শর্মা আমাদের সাথে যোগাযোগ করে জানিয়েছেন তিনি সম্প্রতি একটি টুইটার অ্যাকাউন্ট খুলেছেন। ওনার বর্তমানের টুইটার হ্যান্ডেলের নাম @ShrutiSharma971
- Update : আমাদের এই প্রতিবেদনটিতে ৩রা জুন ২০২২ এ শ্রুতি শর্মার নতুন টুইটার হ্যান্ডেলের তথ্য দেওয়া হয়েছে।
Result: Imposter Content/False
Our sources
Quote of UPSC topper Shruti Sharma
Analysis by Newschecker
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।