রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: সমাজসেবী সুধা মূর্তির ছবি ভুল দাবি সমেত ছড়ালো ফেসবুকে 

Fact Check: সমাজসেবী সুধা মূর্তির ছবি ভুল দাবি সমেত ছড়ালো ফেসবুকে 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim: সমাজসেবী ও লেখিকা সুধা মূর্তি বাজারে বসে সব্জি বিক্রি করেন এবং উপার্জিত টাকা দিয়ে গরিব মানুষদের জন্য খাবার রান্না করেন
Fact: সুধা মূর্তির পোঙ্গল উৎসব পালন ও তিন দিনের একটি বার্ষিক উৎসব পালনের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে

ফেসবুকে সম্প্রতি ইনফোসিসের কর্ণধার সুধা মূর্তির দুটি ছবি ভাইরাল হয়েছে যার একটিতে ওনাকে দেখা যাচ্ছে স্তূপ করে রাখা সব্জির মধ্যে তিনি বসে আছেন এবং অন্যটিতে ওনাকে রাস্তায় বসে মাটির হাঁড়িতে রান্না করতে দেখা যাচ্ছে। 
ছবি দুটির সাথে দাবি করা হয়েছে ইনফোসিসের মতো বিখ্যাত কোম্পানির কর্ণধার, বিখ্যাত লেখিকা, নামকরা সমাজসেবী হয়েও কোনো অহঙ্কার ছাড়াই তিনি রাস্তায় বসে সবজি বিক্রি করেন এবং নিজের অর্জিত টাকা দিয়ে গরিব দুস্থ মানুষদের মুখে রান্না করা খাবার তুলে দেন।

সুধা মূর্তির image 1


Fact check / Verification

 
ইনফোসিসের কর্ণধার সুধা মূর্তির ছবি ভুল দাবি সমেত ছড়ালো ফেসবুকে। সুধা মূর্তিকে নিয়ে ভাইরাল দাবির সত্যতা যাচাই করার সময় আমরা গুগলে কীওয়ার্ড দিয়ে অনুসন্ধান শুরু করি। 
গুগলে Sudha Murthy Cooking এই কীওয়ার্ড দ্বারা খোঁজার পর The Hindu ৭ই মার্চ ২০২৩ এর রিপোর্ট পাই। মাটির হাড়িতে রান্না করার ভাইরাল ছবিটি এখানে পাই। জানা গিয়েছে দক্ষিণ ভারতের বিখ্যাত পোঙ্গল উৎসবে অংশ নিয়েছিলেন পদ্মশ্রী জয়ী সুধা মূর্তি। সাংবাদিকদের তিনি জানান পোঙ্গল উৎসব সমাজের সকল মানুষ এক সাথে মিলে মিশে পালন করে। এরকম একটি উৎসবে উপস্থিত থাকতে পেরে আনন্দ হচ্ছে। উৎসবের প্রতিযোগীদেরও তিনি সাহায্য করেছেন যেমন চাল আর একটু সিদ্ধ হবে কিনা বা কারোর নারকোল, দারুচিনির মতো মশলার প্রয়োজন কিনা এর মাধ্যমে। ৮ই মার্চ বিশ্ব নারী দিবস। সেই দিনটিকে মাথায় রেখে এবং পোঙ্গলের মতো উৎসবে সবার সঙ্গে এক সাথে মিশে আনন্দ করার মধ্যে দিয়ে সমাজে বার্তা রাখেন সুধা মূর্তি। 

সুধা মূর্তির image 2
Screenshot taken from TheHindu


অন্যদিকে রাস্তায় বসে সব্জি বিক্রি করার দাবিটিও সঠিক নয়। News18 এর ২০২০ সালের ১৬ই সেপ্টেম্বরের রিপোর্ট পাই যেখানে নানারকম সব্জির মাঝখানে বসে আছেন সুধা মূর্তি। সেই বছর ওনার এই ছবি ভাইরাল হওয়ার পর অনেকেই টুইট করে দাবি করেছেন যে ইনফোসিসের অন্যতম অংশীদার সুধা মূর্তি একটি বছর সব্জি বিক্রি করেন। অর্থ কারোর জীবনের মূল্যবোধ যে কেড়ে নিতে পারেনা উনি তার প্রকৃষ্ট উদাহরণ। 

সুধা মূর্তির image 3
Screenshot taken from News18


কেউ আবার দাবি করেছে – নিজের অহংকারকে ত্যাগ করার জন্য ভেঙ্কেটেশ্বর মন্দিরের সামনে বছরের একটি দিন সব্জি বিক্রি করেন ইনফোসিসের কর্ণধার সুধা মূর্তি। যদিও এই সমস্ত দাবিকে নস্যাৎ করে তিনি জানিয়েছিলেন যে এমন কোনো বিষয়ই নয়। মূল বিষয় হলো বেঙ্গালুরুতে রাঘবেন্দ্র রায়ারা সামারাধানে নামের একটি উৎসব পালিত হয় যেটি সুধা মূর্তির বাড়ির কাছেই। প্রতি বছরে তিনি তিনদিন ব্যাপী এই অনুষ্ঠানে অন্যান্য ভক্তদের মতো উপস্থিত থাকেন এবং বাছাই করা সব্জি দিয়ে ভোগ রান্না করে পরিবেশন করেন। তিনি জানিয়েছেন সব্জির মাঝখানে ওনার ছবিটি যে দাবি সমেত ভাইরাল হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। তিনি বিক্রয়কারী রূপে নয়, একজন ভক্ত রূপে সব্জির বাছাই করেছিলেন পুজোর জন্য। এই পুজো তিনি ছোট বেলা থেকে নিজের পরিবারেও দেখেছেন। 

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ইনফোসিসের কর্ণধার সুধা মূর্তির ছবি ভুল দাবি সমেত ছড়ালো। পোঙ্গল ও বেঙ্গালুরুর একটি তিনদিনব্যাপী অনুষ্ঠানে সুধা মূর্তির উপস্থিতির ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে। 

Result – Missing Context 

Sources
Fact check report by News18, 16Sept 2020
Report published by The Hindu, 7 March 2023


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular