Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
Claim: যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিল সুইডেন, দেশটিতে প্রথমবারের মতো শুরু হবে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ
Fact: এই খবরটি ভুল, এমন ধরণের প্রস্তাব পেশ করা হলেও পরে সুইডেনের জাতীয় ক্রীড়া সঙ্ঘ থেকে নাকচ করা হয়েছে
সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি অবাক করা খবর ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে – সুইডেনে যৌনতা খেলা রূপে স্বীকৃতি পেয়েছে এবং আয়োজিত হতে চলেছে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ।
TV9 বাংলা, এই সময়ে 5 জুন প্রকাশিত হয়েছে সুইডেনের এই অদ্ভুত খেলার কথা।
ফেসবুকেও একই পোস্ট অনেকেই পোস্ট করেছে –
ইউরোপের দেশ সুইডেনে যৌনতাকে খেলা রূপে স্বীকৃতি দেওয়ার এই পোস্টটি টুইটারেও ছড়িয়েছে –
Fact check/ Verification
সুইডেনে যৌনতা খেলা রূপে স্বীকৃতি পেয়েছে এই খবরটি ভুল।
সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই খবরটির সত্যতা জানার জন্য আমরা গুগল কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান শুরু করি। NDTV, Hindustan Times এর তিন আগের রিপোর্ট পাই। NDTV রিপোর্টে বলা হয়েছে সুইডেনে ইউরোপিয়ান সেক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে ৮ই জুন, এই খবর সোশ্যাল মিডিয়াতে ছেয়ে যায়। দেশের জাতীয় ক্রীড়া পর্ষদের কাছেও পেশ করা হয় এই প্রস্তাব। কিন্তু সুইডেনের জাতীয় ক্রীড়া সঙ্ঘ থেকে এই প্রস্তাবটিকে নাকচ করা হয়েছে এপ্রিল মাসেই।
এখানে সুইডিস ভাষার পত্রিকা Goterborgs-Posten এর লিংক পাই। ২৬শে এপ্রিলের এই সুইডিস পত্রিকায় বলা হয়েছে Dragan Bratic নামের এক ব্যক্তি সুইডেনে যৌন সংঘের সূচনা করে। জানুয়ারি মাসে সে দেশের জাতীয় ক্রীড়া সঙ্ঘের যোগদান করার ইচ্ছা প্রকাশ করে এবং দাবি করে যৌনতাকে একটি ক্রীড়া রূপে স্বীকৃতি দেওয়ার। মানব দেহে যৌনতা মানসিক ও শারীরিক দিকে কি কি প্রভাব ফেলে, তা প্রধান উদ্দেশ্যে Dragan Bratic এর সঙ্ঘের।
আমাদের প্রতিনিধি কুশল সুইডেনের জাতীয় ক্রীড়া সঙ্ঘের সাথে যোগাযোগ করেন। ওনারা জানিয়েছেন এই খবরটি সম্পূর্ণ মিথ্যে। ‘গত কিছুদিন ধরে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কেটি খবর প্রকাশিত হয়েছে যে সুইডেনের জাতীয় ক্রীড়া সঙ্ঘ যৌনতাকে খেলা হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই সঙ্ঘে যৌন সঙ্ঘকে সামিল করেছে। কিন্তু বাস্তবে এই খবরটি সম্পূর্ণ ভুল। সুইডেন এই ধরণের কোনো খেলাকে স্বীকৃতি দেয়নি।এই তথ্যটি সম্পূর্ণ ভুল।’ সুইডেনের জাতীয় ক্রীড়া সঙ্ঘের তথ্য ও সম্প্রচার প্রধান অ্যনা সুজমান।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ইন্টারনেটে এই খবরটিকে শেয়ার করে লেখা হয়েছিল – এই খেলায় ২০ জন প্রতিযোগী নাম জমা করেছে। প্রত্যেক প্রতিযোগী যুগলদের ৪৫ মিনিট থেকে ১ ঘন্টা সময় দেওয়া হবে। এই খবরটি প্রকাশ্যে আশায় সুইডেনের জাতীয় ক্রীড়া সঙ্ঘের প্রধান Bjorn Eriksson স্থানীয় একটি সংবাপত্রকে জানিয়েছেন ‘ এই খেলাটি আমাদের মাপকাঠি উৎরাতে অসমর্থ, আমাদের আরো অন্য বিষয় নিয়ে আলোচনা বাকি আছে।’
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সুইডেনে যৌনতা খেলা রূপে স্বীকৃতি পেয়েছে এই খবরটি ভুল। যৌনতাকে খেলার রূপে তকমা দেওয়ার বিষয়টিকে দেশের জাতীয় ক্রীড়া সঙ্ঘের থেকে নাকচ করা হয়েছে ।
Result: False
Our Sources
Email from Swedish Sports Confederation
Goterbergs-Posten report April 26, 2023
NDTV report, 5 June 2023
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.