Authors
Claim: যাদবপুরে ছাত্র মৃত্যুতে র্যাগিংয়ের জন্য দায়ী করা হচ্ছে যে সৌরভ চৌধুরীকে, তাকে মুখ্যমন্ত্রী ও সাংবাদিকের সাথে দেখা গিয়েছে
Fact: যাদবপুরের র্যাগিং কাণ্ডে সাংবাদিক তমাল সাহার ছবি ভুল দাবি সমেত ছড়িয়েছে
ফেসবুকে যাদবপুর কাণ্ড নিয়ে সম্প্রতি কিছু ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে র্যাগিং কাণ্ডে মূল অভিযুক্ত যাদবপুরের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ তার ছবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রয়েছে। ভাইরাল ছবিতে পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তির ছবি দাগিয়ে দাবি করা হচ্ছে এই হচ্ছে সেই ধৃত সৌরভ চৌধুরী।
Fact check/ Verification
যাদবপুর কাণ্ডে র্যাগিংকারির নামে ছড়ালো সাংবাদিকের ছবি। যাদবপুরের প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীকে গ্রেপ্তারের পর থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে অনেক পড়ুয়া প্রতিবাদে সামিল হয়েছে। অভিনেতা অরিত্র দত্ত বণিক নিজে যাদবপুরের প্রাক্তন ছাত্র, বাংলা বিভাগের প্রথমবর্ষের ছাত্র স্বপ্নদীপের আকস্মিক মৃত্যুতে নিজের অভিজ্ঞতার ফেসবুকের মাধ্যমে সকলের সামনে এনেছে।
এরপর স্বপ্নদীপের মৃত্যুর জন্য দায়ী করে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আরেক প্রাক্তন ছাত্র সৌরভ চৌধুরীর নামে ছড়িয়েছে সাংবাদিক তমাল সাহার ছবি।
এই বছরের ১৫ই অগাস্ট রাজভবনে উপস্থিত ছিলেন তমাল। সেখানে তিনি মুখ্যমন্ত্রী মমতা, রাজ্যপাল সিভি আনন্দের সাথে কিছু মুহূর্তের ছবিকে মিথ্যে দাবির সাথে জুড়ে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হয়েছে। ভাইরাল ছবিতে সৌরভের দাবিতে তমাল সাহাকে যে পোশাকে দেখা যাচ্ছে সেই একই ছবি তার টুইটার থেকে পাই। ভারতের জাতীয় পতাকার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছেন তমাল, পরনে একই রঙের পাঞ্জাবি। যাদবপুর প্ৰাক্তন সৌরভের সাথে তমালের ছবির সাদৃশ্য নেই তবুও ওনার ছবিকে ভুল দাবি সমেত পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে।
নিজের ছবি ভাইরাল হওয়ার পর ফেসবুকে ১৭শে অগাস্ট একটি পোস্টের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন তমাল। ওনার ছবিকে সৌরভ চৌধুরীর নামে চালানোর বেশকিছু লিংক তিনি পেয়েছেন। যে বা যারা এই কাজ করেছে তারা নিজের ভুল না শুধরে নিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন।
এরপর তিনি ফেসবুকে স্বাধীনতা দিবসের দিন রাজভবনে বঙ্গের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সাথে তোলা ছবিগুলো পোস্ট করেন-
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে যাদবপুর কাণ্ডে র্যাগিংকারির নামে ছড়ালো সাংবাদিকের ছবি।
Result: False
Sources
Tamal Saha’s Facebook post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।