Fact Check
Fact check: ভারতে বেকার ও মানসিক ভাবে অস্থির মানুষের সংখ্যা বেশি বলে দাবি করেছেন টিকটকের কর্ণধার ?

Claim
ব্যাপকহারে টিকটকের ব্যবহার দেখে, ভারতে বেকার ও মানসিক ভাবে অস্থির মানুষের সংখ্যা বেশি বলে দাবি করেছেন টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিঙ।

Fact
শর্ট ভিডিও অ্যাপের মধ্যে জনপ্রিয় ও সব থেকে বেশি ডাউনলোড করা হয় টিকটকে। মজাদার ও চটুল ভিডিও বানানোর মাধ্যমে এই অ্যাপ ব্যবহারকারীদের মাঝে ভাইরাল হওয়ার বাসনা নিয়ে ভারতে রমরমিয়ে চলতে থাকে এই অ্যাপের ব্যবহার। কিন্তু দেশের নিরাপত্তা রক্ষার খাতিরে এই চীনা অ্যাপটিকে ২০২০ সালেই বন্ধ করে ভারতের তথ্য ও প্রযুক্তি মন্ত্রক।
সেই টিকটক নিয়ে ফেসবুকে ভাইরাল দাবি, এই অ্যাপটির প্রতিষ্ঠাতা ঝাং ইয়ামিঙ বলেছেন তিনি মূলত এটিকে বানিয়েছিলেন মানসিক ভাবে অস্থির ও বেকার মানুষদের কথা মনে করে, কিন্তু ভারতে এর এতো ব্যবহার দেখে তিনি অবাক হয়ে গিয়েছেন। তিনি নাকি বলেছেন ভারতে এতো সংখ্যায় মানসিক ভাবে অসুস্থ ও বেকার মানুষ রয়েছে, তা বেশ অবাক করে।
দাবিটির অনুসন্ধানের সময় আমরা Gossip.com ও OperaNews এর লিংক পাই। ২০২০ সালের এই রিপোর্টে বলা হয়েছে টিকটকের প্রতিষ্ঠিতা জানিয়েছেন, বেকার ও অস্থির মানুষদের কথা মাথায় রেখে এই অ্যাপটিকে তৈরী করা হয়েছে। কিন্তু ভারতে এই অ্যাপটির ব্যবহার এতো বেশি হবে কল্পনা করা যায়নি। এখানে কোথাও তিনি ভারতে বেকার ও মানসিক ভাবে অস্থির মানুষের সংখ্যা বেশি এমন কথা বলেনি। এই রিপোর্ট ছাড়া আমরা অন্য কোনো বিশ্বস্ত রিপোর্ট পাইনি যেটি এই দাবীটিকে সঠিক প্রমাণিত করে।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি ভারতে বেকার ও মানসিক ভাবে অস্থির মানুষের সংখ্যা বেশি বলে দাবি করেছেন টিকটকের প্রতিষ্ঠাতা এই দাবিটি ভ্রান্ত।
Result- False
Our Sources
Gossip.com report
Opera News
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।