Friday, March 14, 2025
বাংলা

Fact Check

তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র নিয়ে আনন্দ করছে? এই দাবি নিয়ে ভাইরাল পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও

banner_image

বাংলার নির্বাচনের ফল প্রকাশের পর থেকে নানা স্থানে শুরু হয়েছে হিংসা, আর এই আবহে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হচ্ছে তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র নিয়ে আনন্দ করছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে কিছু মানুষ হাতে ধারালো অস্ত্র, বন্দুক নিয়ে গানের তালে নাচ করছে আর ভিডিওর ব্যাকগ্রাউন্ডে বাজছে খেলা হবে গান।

https://twitter.com/Ultimatesuraj_/status/1389475478558449664
https://archive.vn/M1Jfm
https://archive.vn/cmkAm
তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র image 1
https://fb.watch/5ihGDqurnd/
তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র image 2
https://www.facebook.com/100063723004750/videos/146157327518367/

Fact-check / verification


পশ্চিমবঙ্গে ভোটের ফল প্রকাশের পর থেকে নানা রকমের হিংসা, দাঙ্গার খবর আসছে। ঘরবাড়ি লুঠ থেকে শুরু করে বিজেপির পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া, মারধর শুরু হয়েছে বাংলার বুকে। এর মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিওটি যেখানে দাবি করার হয়েছে তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র নিয়ে শুরু করেছে তাদের উল্লাস।

তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র নিয়ে উল্লাস করছে এই ভিডিওটি ফেসবুকে, টুইটারে যথেষ্ট ভাইরাল হয়েছে। যেহেতু পশ্চিমবঙ্গে যেসব হিংসা, মারামারির খবর আসছে তাতে তৃণমূলের নামই বেশি করে উঠে আসছে তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সকলেই ধরে নিয়েছে এই ভিডিওটিতে যাদের দেখা যাচ্ছে তারা প্রত্যেকেই তৃণমূলের আশ্রিত গুন্ডা।

আরও পড়ুন- হাওড়া শিবপুরে হিন্দুর দোকান লুঠ করছে তৃণমূল? 

ভাইরাল এই ভিডিওটি আসলে কোথাকার এবং কবেকার জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি। কারণ নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী খোদ নিজে ফলাফল ঘোষণা হওয়ার পর প্রত্যেক কর্মী-সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন কোথাও জমায়েত হয়ে বিজয় মিছিল করা যাবে না। পরিস্থিতি সঠিক হলে ২১শে জুলাই বিগ্রেড হবে।

তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র নিয়ে উল্লাস করছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা অপ্রাসঙ্গিক কারণ এই ভিডিওটি অনেক আগে থেকেই গণমাধ্যমে রয়েছে

তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র নিয়ে উল্লাস করছে এই দাবিতে ভাইরাল ভিডিওটি Invid টুলের দ্বারা কিছু ফ্রেমে ভাগ করার পর গুগলে ও Yandex এ খোঁজ করি। yandex থেকে আমরা ইনস্টাগ্রামের দুটি লিংক পাই যেখানে এই ভিডিওটিকে আমরা পাই। একই ভিডিও ২০২০ সালের সেপ্টেম্বর মাসে এবং এই বছর জানুয়ারি মাসে ইনস্টাগ্রামের দুটি আলাদা অ্যাকাউন্ট থেকে আপলোড করা হয়েছে।

তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র image 3
https://www.instagram.com/p/CKNuC_ClEwY/
তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র image 4
https://www.instagram.com/p/CFjW709FzME/

অর্থাৎ তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র নিয়েউল্লাস করছে এই দাবিতে শেয়ার হওয়া ভিডিওটি ২০২০ সাল থেকেই গণমাধ্যমে উপস্থিত আছে। ভিডিওটিকে বিভ্রান্তিকর দাবির সাথে যুক্ত করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা হচ্ছে।

Conclusion

বাংলার নির্বাচনের ফল সামনে আসার পর থেকে সোশ্যাল মিডিয়াতে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে তৃণমূলের গুন্ডারা নির্বাচনের ফলাফলের পর ধারালো অস্ত্র উল্লাস করছে। ভাইরাল এই ভিডিওটি অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে। ২০২০ সাল থেকেই এই ভিডিওটি ইনস্টাগ্রামে রয়েছে।

Result- Misleading

Our sources

Instagram profiles- https://www.instagram.com/p/CKNuC_ClEwY/ https://www.instagram.com/p/CFjW709FzME/

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

image
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান অথবা whatsapp করুন- +91-9999499044 অথবা আমাদের ইমেল করুন checkthis@newschecker.in​. এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
Newchecker footer logo
About Us

Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check

Contact Us: checkthis@newschecker.in

17,450

Fact checks done

FOLLOW US
imageimageimageimageimageimageimage
cookie

আমাদের ওয়েবসাইট কুকিজ ব্যবহার করে

আমরা কুকি এবং অনুরূপ প্রযুক্তিগুলি ব্যবহার করে বিষয়বস্তুকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত করতে, বিজ্ঞাপন আকার করতে এবং মাপতে এবং একটি ভাল অভিজ্ঞতা প্রদান করতে সাহায্য করতেই। 'ঠিক আছে' ক্লিক করে বা কুকি পছন্দগুলি তৈরি করতে একটি অপশন সক্রিয় করে, আপনি এটি স্বীকার করেন, আমাদের কুকি নীতিতে বর্ণিত ভাবে।