রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckWeekly Wrap:সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিকতম ভাইরাল দাবির সত্যতা জানুন মাত্র পাঁচ মিনিটে

Weekly Wrap:সোশ্যাল মিডিয়াতে সাম্প্রতিকতম ভাইরাল দাবির সত্যতা জানুন মাত্র পাঁচ মিনিটে

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া দাবি-জাপানে নরেন্দ্র মোদীর সামনে প্রদর্শিত হলো সূর্য নমস্কার, পাকিস্তানের একটি মসজিদে আগুনের ফলে মারা গেলেন অনেক মানুষ, সচিন পুত্র অর্জুন খেলতে পারবেন না মুম্বাই ইন্ডিয়ান্সে,পর্ন-ষ্টার মিয়া খলিফাকে কেক খাওয়ালেন কংগ্রেস কর্মীরা গুলোর ফ্যাক্ট-চেক জানুন।

জাপানে মোদীর সামনে প্রদর্শিত হলো সূর্য নমস্কার?

২০১৫ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মঙ্গোলিয়া সফরে যোগাসনের একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার ভিডিও বর্তমানে শেয়ার হয়েছে। ভিডিওটি শহরে করে দাবি করা হয়েছে এই ভিডিওটি জাপানের যেখানে ভারতের ঐতিহ্যময় যোগাসনে অংশ নিয়েছেন ছোট থেকে বড়ো সকল বয়েসের মানুষ।

সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে

বিজেপি বাংলায় ক্ষমতায় এলে দিলীপ ঘোষ শুভেন্দুকে দল থেকে বের করে দেবেন?

বাংলার বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নামে ভাইরাল হয়েছে একটি দাবি যেখানে তিনি বলেছেন বিজেপি বাংলার আসন্ন ভোটে জয়ী হলে শুভেন্দু অধিকারীকে বিজেপি থেকে তাড়িয়ে দেওয়া হবে এবং ছবিতে ABP আনন্দ চ্যানেলের লোগো দেখা যাচ্ছে। প্রকৃতপক্ষে এটি একটি মিথ্যে দাবি। শুভেন্দু অধিকারীর দিকে দিলীপ ঘোষ এই ধরণের কোনো মন্তব্যই করেননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে

কংগ্রেস কর্মীরা পর্ন-ষ্টার মিলা খলিফার পোস্টারের সামনে কেক ধরলেন?

কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর সাইত্রিশতম  জন্মদিনের যুব কংগ্রেসের সমর্থকদের আয়োজিত জন্মদিনে ওনার পোস্টারকে কেক খাওয়ানোর ছবিকে কাট -ছাঁট করে মিয়া খলিফার ছবি বসানো পোস্ট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে

পাকিস্তানে মসজিদের আগুনে গ্রাসে প্রাণ হারালেন অনেকে?

সোশ্যাল মিডিয়াতে পাকিস্তানের মসজিদে অগ্নিসংযোগের ফলে ভস্মীভূত হয়ে যাওয়া মসজিদের নামে যে দুটি ছবি শেয়ার করা হয়েছে তা পাকিস্তানের নয়। ২০১২ সালে শ্রীনগরের প্রায় ২০০ বছরেরও পুরোনো পীর দস্তগীর শাহিব প্রার্থনাগৃহে আগুন লাগার ছবি হলো প্রথমটি এবং দ্বিতীয় ছবিটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের ২০২০ সালের CAA & NRC বিলের বিরোধিতায় আয়োজিত সাদা কাফন পরে সারি দিয়ে শুয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের মানুষদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে

মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে বাদ পড়েছেন অর্জুন তেন্ডুলকর?

মুম্বাইয়ের বাঁ হাতি খেলোয়ার অর্জুন তেন্ডুলকরকে নিয়ে সম্প্রতি ছড়িয়েছে বিভ্রান্তিকর পোস্ট যেখানে বলা হয়েছে IPL টিম Mumbai Indians থেকে বের করে দেওয়া হয়েছে তাকে। কিন্তু প্রকৃত খবর হলো বিজয় হাজারে ট্রফির জন্য যে দল গঠন করেছে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন, সেই তালিকায় নাম নেই অর্জুনের। 

সম্পূর্ণ আর্টিকেলটি পান এখানে

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular