ব্রিটেনের রাজপাটে পরিবর্তনে আবহে ফেসবুকে ভাইরাল দাবি নব নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রথম দিন নিজের কার্যালয়ে প্রবেশের আগে দরজায় প্রদীপ জ্বালিয়েছেন।
একটি ভিডিও শেয়ার করে তার সাথে বলা হচ্ছে ভারতীয় বংশোদ্ভূত ঋষি নাকি সনাতন রীতি মেনে প্রথম দিন কাজে যাওয়ার আগে ওনার অফিসের দরজায় স্বস্তিক চিহ্ন এঁকে প্রদীপ জ্বালিয়েছেন।


ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ঋষি সুনাক একটি বাড়ির দরজার সামনে প্রদীপ জ্বালাচ্ছেন। ভিডিওটির সাথে আরো বলা হয়েছে – যে পশ্চিমের দেশে এক সময় হিন্দুধর্মকে ও হিন্দুদের নিচু চোখে দেখা হতো সেই দেশের মাটিতে আজ হিন্দু ধর্মের রীতি পালন করা হচ্ছে। শুধু মাত্র ভোট পাওয়ার জন্য নয়, ঋষিকে দেখেই বোঝা যাচ্ছে তিনি মনপ্রাণ থেকে সত্যিই নিজের ধর্মকে শ্রদ্ধা করেন।
ফেসবুকে ছাড়াও আমরা টুইটার থেকে এই ভিডিওটির আরো কিছু টুইট পাই।
Fact check / Verification
ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রথম দিন নিজের কার্যালয়ে প্রবেশের আগে দরজায় প্রদীপ জ্বালিয়েছেন এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সত্যতা জানার জন্য অনুসন্ধান শুরু করি।
গুগলে আমরা Rishi Sunak lighiting diya এই কীওয়ার্ড দ্বারা খোঁজার পর The Economics Times এর ১৩ই নভেম্বর ২০২০ সালের রিপোর্ট পাই। এখানে ভাইরাল ভিডিওতে ঋষিকে যে ভাবে প্রদীপ জ্বালাতে দেখা যাচ্ছে সেই একই ছবি পাই। রিপোর্ট থেকে জানতে পারি এটি আসলে ২০২০ সালের দীপাবলির সময়ের ছবি। তখন তিন ব্রিটেনের চ্যান্সেলর ছিলেন। ব্রিটেনের ১১ নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের বাসভবনের সামনে দীপাবলি উপলক্ষে রঙ্গোলি বানিয়ে, প্রদীপ জ্বালান। একই সংবাদ আমরা BBC.UK এ পাই ও Gettyimages থেকে ১১ নং ডাউনিং স্ট্রিটে নিজের বাড়ির সামনে দীপাবলি উদযাপনের ছবি পাই।

কনজারভেটিভ দলের হয়ে নির্বাচনে জিতে ব্রিটেনের রাজ্যপাট হাতে নিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত ও ইনফোসিসের চেয়ারম্যান নারায়ন মূর্তির জামাই ঋষি সুনাক। বাড়িরই দরজায় ঋষির প্রদীপ জ্বালানোর ভিডিওটিকে আরো গভীর অনুসন্ধান করার পর আমরা ওনার ২০২০ সালের দীপাবলির টুইট পাই। ভাইরাল ভিডিওটির সাথে ২০২০ সালের ঋষির টুইটের সাদৃশ্য আমরা খুঁজে পাই। অর্থাৎ ভিডিওটি ২০২০ সালের যা বর্তমানে ওনার প্রধানমন্ত্রীত্ব নেওয়ার আবহে ভুল দাবি সমেত ছড়িয়েছে।

এই বছর ব্রিটেনের প্রধানমন্ত্রীর দায়িত্বে পদার্পন করার পর ঋষি সুনাক ১০ নং ডাউনিং স্ট্রিটে দিওয়ালির অনুষ্ঠানের আয়োজন করেন। ২৭শে অক্টোবরের এই টুইটে ঋষি লিখেছেন তিনি চেষ্টা করবেন যাতে ওনাদের পরবর্তী প্রজন্ম ব্রিটেনের নির্বিঘ্নে দীপাবলি পালন করতে পারে। ওনাকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ব্রিটেনের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ঋষি সুনাক প্রথম দিন নিজের কার্যালয়ে প্রবেশের আগে দরজায় প্রদীপ জ্বালিয়েছেন এই দাবিটি ভুল। আসল ভিডিওটি ২০২০ সালের দীপাবলির সময়ের যা এখন বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।
Result- False
Our Sources
UK PM Rishi Sunak’s tweet
The Economics Times Repost on 2020
Gettyimages
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।