Claim
ওয়াকফ সংশোধনী বিল ২০২৫ (Waqf Amendment Bill, 2025)-এ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করার পরেই সেটা আইনে পরিণত হয়েছে। আর এরপরই মাদ্রাসার বিরুদ্ধে অভিযান শুরু করে দিল উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, চলতি বছরের ২৪ মার্চ, দেরাদুন-নিবাসী Salman Ali নামের এক ব্যক্তি একই ভিডিয়ো পোস্ট করেছিলেন। যার সঙ্গে দেওয়া বিবরণ থেকে জানা যায় যে, অনুমোদনহীন মাদ্রাসগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়েছিল উত্তরাখণ্ডের ভগবানপুর তহশিল প্রশাসন এবং সেগুলো বন্ধ করে দেওয়ার কাজ শুরু হয়েছিল।

ইন্ডিয়া টুডে-তে প্রকাশিত খবরানুযায়ী, গত মার্চ মাসের শেষের দিকে ১০০-রও বেশি অবৈধ মাদ্রাসা বন্ধ করেছিল উত্তরাখণ্ড প্রশাসন।
এছাড়া, DD NEWS UTTARAKHAND-এর প্রকাশিত ভিডিয়োতেও সেই সমস্ত অধিকারীকদের দেখা গিয়েছে, যাদের ভাইরাল ভিডিয়োটিতেও দেখতে পাওয়া যাচ্ছে।
সরকারি তথ্যানুযায়ী, ২০২৪ সালের ৮ অগাস্ট লোকসভায় প্রথমবারের মতো পেশ করা হয়েছিল ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ (Waqf Amendment Bill, 2024)। ৩ এপ্রিল লোকসভায় ও ৪ এপ্রিল রাজ্যসভায় পাশ হয়েছিল ওই বিল। এরপর গত ৬ এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাক্ষর করার পরেই সেটা আইনে পরিণত হয়েছে। ।
অর্থাৎ, এখান থেকে স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়োটি পুরনো এবং এরসঙ্গে ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ (Waqf Amendment Bill, 2024)-এর আইনে পরিণত হওয়ার কোনও যোগ নেই।
Sources
Video by DD NEWS UTTARAKHAND
Video by India Today
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z