Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
পশ্চিমবঙ্গের মুজাফ্ফরপুর জেলার সাকরা ব্লকের অন্তর্গত বারিয়ারপুর চকে মহরমের (Muharram 2025) মিছিলে হিন্দুদের (Hindu) সঙ্গে মারধর।

প্রথমত, পশ্চিমবঙ্গে মুজফ্ফরপুর নামের কোনও জেলা নেই।
এরপর ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, গত ৬ জুলাই, @Iadityarajput12 আইডি থেকে, একই ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছিল। বিহার পুলিশের অফিসিয়াল এক্স হ্যান্ডেলকে ট্যাগ করে, ওই পোস্টে লেখা হয়েছিল যে, ভিডিয়োটি বিহারের মুফাফ্ফরপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার।

ওই পোস্টের নীচে মুজাফ্ফরপুর পুলিশের তরফে দুটো প্রতিক্রিয়া দেওয়া হয়েছিল। প্রথম প্রতিক্রিয়ায় লেখা হয়েছিল, “ঘটনাটির তদন্ত চলছে। ৫ জুলাই ঘটনাটি ঘটে। মুজাফ্ফরপুর পুলিশের সিনিয়ার অফিসার, গ্রামীণ জেলা পুলিশের সুপার ও এসডিপিও ঘটনাস্থল পরিদর্শন করেন।”
দ্বিতীয় প্রতিক্রিয়ায় পুলিশের তরফে লেখা হয়েছিল, “দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয় এবং এখনও পর্যন্ত দু’তরফের ৫ জনকে গ্রেফতার করা হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ। দয়া করে কোনও গুজবে কান দেবেন না। কেউ গুজব ছড়ালে, সেই বিষয়ে পুলিশকে জানান।”
৫ জুলাই, Navbharat Times, Dainik Bhaskar-এর মতো খবরের ওয়েবসাইটগুলোতেও মুজাফ্ফরপুরের এই সংঘর্ষের বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
অতএব এখন স্পষ্ট যে গোষ্ঠী সংঘর্ষের ভিডিয়োটি পশ্চিমবঙ্গের নয়, বরং বিহারের মুজাফ্ফরপুরের।
Sources
Post by Muzaffarpur Police, dated July 6, 2025
Tanujit Das
November 21, 2025
Tanujit Das
November 7, 2025
Tanujit Das
November 3, 2025