Fact Check
Fact Check: এটা কি ভারতের মহিলা মাদ্রাসায় হিন্দুত্ববাদীদের হামলার দৃশ্য? জানুন আসল সত্যিটা
Claim
ভারতে মহিলাদের একটি মাদ্রাসায় আক্রমণ করেছে হিন্দুত্ববাদীরা।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর, Aicaden নামের একটি আরবিক ওয়েবসাইটে, একই ছবি-সহ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, ইয়েমেনের রাজধানী সানার একটি মহিলাদের স্কুলে হামলা করেছিল হাউতি সন্ত্রাসীরা।

Tihama 24, 2dec.net ও Sada-alsahel.net মতো আরবের একাধিক ওয়েবসাইটে একই সময়, একই তথ্য-সহ খবরটি প্রকাশিত হয়েছিল।
সুতরাং ভিডিয়োটি ভারতের নয়, ইয়েমেনের একটি মহিলাদের স্কুলে হাউতি সন্ত্রাসীদের হামলা হামলার দৃশ্য
Sources
Report by Aicaden, dated September 14, 2024
Report by Tihama 24, dated September 14, 2024
Report by 2dec.net, dated September 14, 2024