Claim
গতকাল মুম্বাইয়ের স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন ও রিসার্চ সেন্টার নার্সিং হোমে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী আলিয়া ভাট এবং এই আবহে ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়েছে যেখানে অভিনেত্রীকে একটি সদ্যজাত বাচ্চার সাথে দেখা যাচ্ছে। ছবিটি পোস্ট করে দাবি করা হয়েছে এটি আলিয়া ও তার মেয়ের ছবি।

Fact
সদ্য মা হওয়ার পর ফেসবুকে আলিয়া ভাটের সম্পাদিত ছবি ছড়ালো ভাইরাল ভুল দাবি সমেত। গতকাল কাপূর ও ভাট পরিবারে ছোট্ট অতিথির আগমন ঘটেছে। নতুন বাবা-মা হওয়া রণবীর ও আলিয়াকে অভিনন্দনের ঢল নেমেছে সোশ্যাল মিডিয়াতে। এর মাঝে সদ্যোজাতকে নিয়ে আলিয়ার একটি ছবি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ছবিটির রিভার্স ইমেজ করার পর আমরা Inspiralized নামের একটি ওয়েবসাইট পাই। এখানে আমরা ফেসবুকে আলিয়ার সাথে যে বাচ্চাটির ছবি ভাইরাল হয়েছে একই ছবি এখানেও দেখি। যমজ রিও ও সোলের জন্মের ছবিটি আলিয়া ভাটের ছবির সাথে জুড়ে ভাইরাল হয়েছে।

অন্যদিকে আলিয়ার যে ছবিটি এখানে রয়েছে সেটি Pinterest থেকে আমরা পেয়েছি।
রণবীর-আলিয়ার ঘর আলো করে প্রথম সন্তান কাল ভূমিষ্ট হয়েছে। এপ্রিল মাসে বিয়ের পর জুনেই মা হওয়ার খবর প্রকাশ্যে আনেন আলিয়া। তারপর গতকাল ইনস্টাগ্রামে সিংও,সিংহী ও সাবকের ছবি দিয়ে বাড়িতে নতুন অতিথির আগমনের খবর দেন। কিন্তু সদ্যোজাতের সাথে কোনো ছবি এখনো পর্যন্ত পোস্ট করেননি তিনি।

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সদ্য মা হওয়ার পর ফেসবুকে আলিয়া ভাটের সম্পাদিত ছবি ছড়ালো ভাইরাল ভুল দাবি সমেত।
Result : Altered Photo/Video
Our Sourecs
Alia Bhatt’s Instagram post
Inspiralized website post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।