সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপ নম্বরে একটি বার্তা এসেছে যেখানে দাবি করা হয়েছে Harnaaz Sandhu মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পর পাওয়া যাবে তিনমাসের ফ্রি রিচার্জ , Jio, Airtel ও Vi এর সিম ব্যবহারকারীদের জন্য এই সুবিধা রয়েছে। এই বার্তাটির সাথে এসেছে একটি লিংক ও যেখানে ক্লিক করার পর পাওয়া যেতে পারে তিন মাসের জন্য ফোনের ফ্রি রিচার্জ।

ফেসবুকেও এই মেসেজটি ছড়িয়েছে।


Fact check / Verification
Harnaaz Sandhu মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পর পাওয়া যাবে তিনমাসের ফ্রি রিচার্জ বার্তাটির সত্যতা যাচাই করার জন্য আমরা এই মেসেজটির সাথে দেওয়া লিংকটি খুলি।

এখানে ফোননম্বর ও রিচার্জের কথা বলা হয়েছে। কিন্তু ফোন নম্বর দেওয়ার পর সেখানে লেখা আসে এই বার্তাটিকে আপনার হোয়াট্সঅ্যাপে ৫টি গ্রুপে বা ১০জন বন্ধুর সাথে ভাগ করে নিন।

Harnaaz Sandhu মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পর পাওয়া যাবে তিনমাসের ফ্রি রিচার্জ বার্তাটি মিথ্যে
এই লিংকটি পর্যবেক্ষণ করা ছাড়াও আমরা Jio, Airtel,Vi এর সোশ্যাল মিডিয়া পেজ গুলোতেও এই ধরণের কোনো অফারের কথার উল্লেখ পাইনি। Jioর তরফ থেকে Harnaaz Sandhu র মিস ইউনিভার্স খেতাব জেতার পর ওনাকে অভিনন্দনমূলক পোস্ট করা হয়েছে কোনো অফারের কথা বলা হয়নি।

অর্থাৎ দেখা যাচ্ছে Harnaaz Sandhu মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পর পাওয়া যাবে তিনমাসের ফ্রি রিচার্জ এই মেসেজটির সাথে যে লিংকটি দেওয়া হয়েছে তা স্প্যাম বা জাল।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে হোয়াট্সঅ্যাপে ও ফেসবুকে ভাইরাল Harnaaz Sandhu মিস ইউনিভার্সের খেতাব পাওয়ার পর পাওয়া যাবে তিনমাসের ফ্রি রিচার্জ এই মেসেজটি জাল।
Result : Incorrect Content
Our sources
Ground verification
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।