Claim
ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে শ্যামনগরের লোকালয়ে চিতায় আক্রমণ করেছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে ক্ষিপ্র গতিতে চিতাটি লোকালয়ের মধ্যে একটি বাড়ির কার্নিশ বেয়ে ছাদে উঠতে গিয়ে তাড়া খেয়ে রাস্তায় পালাচ্ছে।

Fact
শ্যামনগরের লোকালয়ে চিতায় আক্রমণ করেছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি পশ্চিমবঙ্গের নয়,মাইসোরের। ভাইরাল ভিডিওটির কিফ্রেমে আমরা রিভার্স ইমেজ করার পর আমরা NDTV ও The Indian Express এর রিপোর্ট পাই।

৪ঠা নভেম্বরের রিপোর্টে বলা হয়েছে মাইসোরের কনক নগরের লোকালয়ে ঢুকে পড়ে একটি চিতাবাঘ। কিন্তু আশেপাশে বাড়ির লোকজনদের চিৎকারে চিতাটি পালাবার পথ খুঁজতে থাকে। কখন তাকে বাড়ির কার্নিশের উঠতে দেখা যায়, কখন আবার মোটরসাইকেলে সওয়ার এক ব্যক্তিকে আক্রমণ করে পালাতে দেখা যায়।
মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা ভারতীয় বনদপ্তরের সুশান্ত নন্দের একটি টুইট পাই। লোকালয়ে চিতার ঢুকে পড়ার এই ভিডিওটি টুইট করে তিনি লিখেছেন, মাইসোরের লোকালয়ে আচমকা ঢুকে পড়া এই চিতাটিকে সাধারণ লোকজন আরো ভয় দেখায়। বন্য জন্তুকে দেখে মানুষজন নিজেরাই জ্ঞাতিদের মতো আচরণ শুরু করে। যদিও এর পরেই চিতাটিকে উদ্ধার করা হয়েছে।
অর্থাৎ ফেসবুকে শ্যামনগরের লোকালয়ে চিতায় আক্রমণ করেছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা আসলে দক্ষিণ ভারতের মাইসোরের কনক নগরের ভিডিও।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।