Fact Check
চীনের বেজিং-হংকং এক্সপ্রেসওয়ের ট্রাফিক জ্যামের ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ছড়ালো
Claim
ফেসবুকে সম্প্রতি একটি রাস্তা জ্যামের ছবি ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে ২০১০ সালে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাফিক জ্যামটি হয়েছিল চীনের বেজিং-তিব্বত হাইওয়েতে। জ্যামের কারণে রাস্তা খালি হতে সময় লেগেছিলো ১০দিন।

Fact
২০১০ সালে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাফিক জ্যামটি হয়েছিল চীনের বেজিং-তিব্বত হাইওয়েতে ই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে বেজিং-হংকং-ম্যাকাও হাইওয়ের ছবি।
ভাইরাল ছবিটিকে রিভার্স ইমেজ করার পর আমরা ABC News ও Forbes এর ২০১৫ সালের অক্টোবর মাসের রিপোর্ট পাই। এখানে বলা হয়েছে চীনের জাতীয় দিবস পালনের উদ্দেশ্যে দেশের প্রায় অর্ধেক জনগণ বেজিং-হংকং-ম্যাকাও হাইওয়ের জ্যামে আটকে যায়।

প্রায় একঘন্টারও বেশি সময় ধরে বেজিং-হংকং-ম্যাকাও হাইওয়ে ৫০ লেনের রাস্তা যা কমিয়ে ২০ লেনের করে দেওয়া হয়ে এবং ফল স্বরূপ সয়ে সয়ে গাড়ি আটকে থাকে এই হাইওয়েতে।
অন্যদিকে আমরা গুগলে অনুসন্ধান করে জেনেছি যে পৃথিবীর সব থেকে বড়ো ট্র্যাফিক জ্যাম হয়েছিল ফ্রান্সের প্যারিসে ১৯৮০ সালের ১৬ই ফেব্রুয়ারি। যার দৈর্ঘ ছিল ১৭৬ কিলোমিটার।
অর্থাৎ দেখা যাচ্ছে ফেসবুকে ভাইরাল দাবি ২০১০ সালে পৃথিবীর সব থেকে বড় ট্র্যাফিক জ্যামটি হয়েছিল চীনের বেজিং-তিব্বত হাইওয়েতে ছবিটি ২০১৫ সালের বেজিং-হংকং-ম্যাকাও হাইওয়ের।
আমাদের প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার পর IndiaKolkataCity তাদের পোস্টটি পরিবর্তন করেছে।
Result: Partly False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।