শনিবার, নভেম্বর 2, 2024
শনিবার, নভেম্বর 2, 2024

HomeFact CheckViralFact Check: তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে? ভাইরাল ভিডিওটির সত্যতা...

Fact Check: তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে? ভাইরাল ভিডিওটির সত্যতা জানুন 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Claim
তামিলনাড়ুতে এক বিহারি প্রবাসীর দোকানে ইচ্ছা করে আগুন লাগানো হয়েছে 

Fact
ঘটনাটি কেরলের যা তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিদের উপর অত্যাচারের আবহে ভুল দাবি সমেত ভাইরাল হয়েছে

ফেসবুকে তামিলনাড়ুতে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার চলছে এই দাবিতে বেশকিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে যার মধ্যে একটিতে ভিডিওতে দাবি করা হচ্ছে তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে একব্যক্তি একটি দোকানের সামনে দাঁড়িয়ে জিনিসপত্রের উপর দাহ্য তরল ছিটিয়ে দিচ্ছে। এই দৃশ্য দেখে দোকানের কর্মী ও ক্রেতারা সবাই দোকান ছেড়ে পালাচ্ছে। এর কিছু সেকেন্ডের মধ্যে ব্যক্তিটি দেশলাই জ্বালিয়ে কাঠিটি দোকানের উপর ছুঁড়ে দেয় এবং এতে দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। ফেসবুকে এই ভিডিওটি শেয়ার করে অনেকেই দাবিটি করেছে দোকানটি বিহারের এক ব্যক্তির।

Courtesy: Facebook/BP Vlog
Courtesy: Facebook/Village boy Shohid

Fact check / Verification 

তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে এই দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করার উদ্দেশ্যে আমরা কীওয়ার্ড দ্বারা অনুসন্ধান শুরু করি। এই পর্যায়ে আমরা জানতে পারি ঘটনাটি তামিলনাড়ুর নয় বরং কেরলের। 

দোকানে আগুন লাগিয়ে দেওয়ার এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে। Mathrubhumi র ৩রা মার্চের রিপোর্টে বলা হয়েছে কেরলের কোচির ত্রিপুনিথুরার বাসিন্দা রাজেশ টিএস একটি লটারির দোকানে আচমকাই আগুন জ্বালিয়ে দেয়। 

আরো জানা গিয়েছে এই কান্ডটি ঘটানোর আগে রাজেশ নিজের ফেসবুক থেকে একটি ভিডিওর দ্বারা লটারি টিকিটকে নিয়ে নিজের হতাশা ও ক্ষোভ উগরে দিয়েছিলো। কেরলের প্রসিদ্ধ মীনাক্ষী লটারির নাম উল্লেখ করা হয়েছে মিডিয়া রিপোর্টে। ভাইরাল ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যাচ্ছে দোকানের বাইরের দিকের অংশেও মীনাক্ষী লটারির নাম লেখা আছে মালায়ালম ভাষায়। 

Asianet News এর রিপোর্টে বলা হয়েছে রাজেশ মীনাক্ষী লটারির টিকিট বিক্রি করার জন্য লটারি এজেন্সি থেকে কিছু টিকিট কেনে। কিন্তু ওই ব্যক্তির বিক্রি করা লটারি টিকিটে তেমন কোনো পুরস্কার ছিলনা আর এতেই সে বিধস্ত হয়ে পরে। রিপোর্টে বলা হয়েছে সে নাকি লটারির দোকানের মালিকের সাথেও ঝগড়ায় জড়িয়ে পরে। এরপরেই একদিন দোকানে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়। 

জানা গিয়েছে রাজেশ টিএস বেশকিছু দিন ধরে মানসিক সমস্যার মধ্যে যাচ্ছে। যার জন্য তার ডাক্তারি চিকিৎসাও চলছে। ফেসবুক লাইভে এসে লটারির সম্পর্কে নিজের ক্ষোভের কথা বলে রাজেশ। ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে ‘আমাদের মতো মানুষদের প্রয়োজন পুঁজিবাদের প্রয়োজন নেই, দরকার সাম্যবাদের।’

মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা ওই অঞ্চলের পুলিশের সাথে যোগাযোগ করি। এলাকার পুলিশ SHO জানিয়েছেন এই ঘটনার সাথে বিহারি বা কোনো প্রবাসী ব্যক্তির সম্পর্ক নেই। ঘটনাটি কেবল মাত্র ব্যক্তিগত আক্রোশের কারণের ঘটেছে। 

Conclusion 

আমাদের অনুসন্ধানে প্রমাণিত তামিলনাড়ুতে বিহারি প্রবাসীর দোকানে আগুন লাগানো হয়েছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা কেরলের এবং এই ঘটনার সাথে প্রবাসী বা পরিযায়ী শ্রমিকদের কোনো সম্পর্ক নেই। 


(প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindi থেকে প্রকাশিত হয়েছে)

Result: False 

Our Sources 

Report of Mathrubhumi, published on March 4, 2023
Video of Asianet News, uploaded on March 4, 2023
Telephonic conversation with SHO PRAVEEN.S.B, Hill Palace PS, Tripunithura


Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular