প্রতিবেশী দেশ বাংলাদেশে শারদ উৎসব ঘিরে সন্ত্রাসের পরিবেশ তৈরী হয়েছিল, যাতে অনেক স্থানের দুর্গাপুজো বিঘ্নিত হয়েছিল। সেই আবহে ফেসবুক, টুইটারে ছড়িয়েছে অপ্রাসঙ্গিক ছবি, ভিডিও। আজকের Weekly Wrap এ জানুন সেই সব ভাইরাল ছবি/ভিডিওর আসল তথ্য।

নামাজের সময়ে ঢাক বাজানো যাবে না সেই কারণে দুর্গাপুজো মণ্ডপে দেওয়া নামাজের সময়সূচি আসলে ছবিটি বাংলাদেশের
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে নামাজের সময়ে ঢাক বাজানো যাবে না সেই কারণে দুর্গাপুজো মণ্ডপে দেওয়া নামাজের সময়সূচি এই দাবিতে যে ছবিটি ভাইরাল হয়েছে তা আসলে বাংলাদেশের, পশ্চিমবঙ্গের নয়।

Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছে আর দেশের প্রধানমন্ত্রী চোদ্দতে?
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ছড়ানো দাবি Time ম্যাগাজিনের ১০০ জন প্রভাবশালীদের মধ্যে মমতা ব্যানার্জীর নাম দুই নম্বরে রয়েছেন আর দেশের প্রধানমন্ত্রী চোদ্দতে, এই দাবিটি বিভ্রান্তিকর।

ফের বাংলাদেশের হিন্দু নির্যাতনের নামে ফেসবুকে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত বাংলাদেশের হিন্দু নির্যাতনের নামে বর্তমানে ফেসবুকে ভাইরাল হয়েছে ২০১৯ সালের কর্ণাটকের রাম নবমী উদযাপনের ভিডিও।

প্রয়াত হলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হলো মিথ্যে খবর
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি প্রয়াত হলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ এই দাবিটি মিথ্যে। বর্তমানে ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বাংলাদেশে দুর্গাপুজোকে ঘিরে তৈরী হওয়া অশান্তির আবহে ভাইরাল ক্রন্দনরত মহিলার ছবিটি বাংলাদেশের রংপুরের ২০১৭ সালের যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল হয়েছে।
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।