Fact Check
Weekly Wrap: উঃ প্রঃ লখিমপুর খেরির ঘটনার আবহে ছড়ালো অপ্রাসঙ্গিক ছবি
সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে উত্তর প্রদেশের লখিমপুর খেরির আবহে ভাইরাল হয়েছে একটি ছবি যা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক। অন্যদিকে Air Indiaকে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে বিভ্রান্তিকর দাবি।

সীতারাম ইয়েচুরি গ্রীসে কমিউনিস্ট পার্টির সভায় যোগদান করেছেন?
ফেসবুকে ভাইরাল দাবি ভারতের কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরি গ্রীসের কমিউনিস্ট পার্টির সভায় যোগদান করেছিলেন। আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এই ঘটনাটি ২০১৬ সালের যা বর্তমানে বিভ্রান্তিকর দাবি সমেত ছড়িয়েছে।

Air India কে সর্বোচ্চ দামে কিনেছে Tata Sons? সোশ্যাল মিডিয়াতে ছড়ালো বিভ্রান্তিকর তথ্য
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ও সংবাদমাধ্যমে প্রকাশিত খবর Air India কে সর্বোচ্চ দামে কিনেছে টাটা Sons এই খবরটি বিভ্রান্তিকর। এখনও পর্যন্ত ভারত সরকারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

স্কুলের পাঠ্য বইয়ের উপর ট্যাক্স বসিয়েছে মোদি সরকার? ভুল তথ্য ফের ভাইরাল হলো
স্কুলের পাঠ্য বইয়ের উপর ট্যাক্স বসিয়েছে মোদী সরকার দাবিটির সত্যতা যাচাই করে সময় আমরা জানতে পেরেছি যে এই দাবিটি মিথ্যে। কেন্দ্রীয় সরকার থেকে এই ধরণের কোনো ট্যাক্স বসানো হয়নি পাঠ্য বইয়ের উপর।

উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে ভাইরাল হলো অপ্রাসঙ্গিক ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে উত্তর প্রদেশের লখিমপুর খেরির কৃষক হত্যার আবহে ফেসবুকে ভাইরাল হয়েছে অপ্রাসঙ্গিক ছবি। ২০১৮ সালে উঃ প্রঃ কোশাম্বীতে পুলিশ কনস্টেবলের মৃতদেহের উপর পা রাখার ছবিটি বর্তমানে কৃষক আন্দোলনের নামে ছড়িয়েছে।
কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।