
ভারত-পাক ম্যাচে জয় শ্রীরাম গান বাজে নি, ভাইরাল ভিডিওটি সম্পাদিত
আমাদের অনুসন্ধানে প্রামাণিত হয়েছে ভারত-পাক ম্যাচে শ্রীরাম গানের ডিজে বাজানোর ভিডিওটি আসলে সম্পাদিত। আসল ভিডিওটি ২০২২ সালের যোধপুরের একটি ক্রিকেট স্টেডিয়ামের ও সেই ভিডিওতে এমন কোন ও গান নেই, বরং হিন্দি সিনেমার গান রয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন

অভিষেক ব্যানার্জীকে ‘গলায় দড়ি বেঁধে আদালতে হাজির’ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি অভিষেকে গলায় দড়ি বেঁধে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা এই খবরটি ভুল। বিচারপতি এমন কোনো আদেশ দেননি।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে জোর করে সেলফি তুলেছেন শেখ হাসিনা? ফের আনন্দবাজারের জাল ছবি ও শিরোনাম ভাইরাল ফেসবুকে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সাথে জোর করে সেলফি তুলেছেন শেখ হাসিনা এমন সংবাদ প্রকাশিত হয়েছে আনন্দবাজার পত্রিকায় – যা প্রকৃতপক্ষে জাল। সংবাদপত্রে এই ধরণের কোনো শিরোনাম ছাপা হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন

মরক্কোয় ভূমিকম্প পীড়িতদের জন্য রোনাল্ডো নিজের হোটেল উন্মুক্ত করে দিয়েছেন? সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভুল দাবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মমিডিয়াতে ভাইরাল দাবি – মরক্কোয় ভূমিকম্প পীড়িতদের জন্য রোনাল্ডো নিজের হোটেল উন্মুক্ত করে দিয়েছেন আসলে মিথ্যা। হোটেলটিতে এমন কোনো ব্যবস্থা করা হয়নি।
সম্পূর্ণ প্রতিবেদটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।