Fact Check
Weekly Wrap: ইস্টবেঙ্গল-মোহনবাগান খেলায় আহত হয়েছে শিশু? ভারতীয় ক্রিকেট দল বাদ পড়ায় আয়ারল্যান্ডের হয়ে খেলেবেন সঞ্জু স্যামসং?
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভারতীয় ক্রিকেট ও ইন্ডিয়া জোট নিয়ে ভাইরাল দাবি উইকেট কিপার ও ব্যাটসম্যান সঞ্জু স্যামসন BCCI এর তালিকা থেকে বাদ পড়ায় আয়ারল্যান্ডের হয়ে খেলবেন। অন্যদিকে ইন্ডিয়া জোটের নাম একটি জাল পোস্টকার্ড ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ১৩জন সমন্বয়কারীর মধ্যে নাম রয়েছে শতরূপ ঘোষের। আজকের Weekly Wrap এ পড়ুন এই সমস্ত দাবিতে সত্যতা।

ভাইরাল এই চিত্রকর্মটি সত্যজিৎ রায়ের সৃষ্টি নয়
ভাইরাল হওয়া এই ছবিটি কিংবদন্তি শিল্পী সত্যজিৎ রায়ের নয়, বরং ২০১৫ সালে বাংলাদেশের শিল্পী নিপুণ দেবনাথের আঁকা।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আয়ারল্যান্ডের হয়ে খেলবেন সঞ্জু স্যামসন?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে ভাইরাল খবর ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়ায় আয়ারল্যান্ডের হয়ে খেলবেন সঞ্জু স্যামসন এই খবরটি মিথ্যে.
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ই.ন্ডি.য়া জোটে নেই শতরূপ ঘোষের নাম, আনন্দবাজার পত্রিকার জাল পোস্টকার্ড ছড়ালো ফেসবুকে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ই.ন্ডি.য়া জোটে নেই শতরূপ ঘোষের নাম, আনন্দবাজার পত্রিকার জাল পোস্টকার্ড ছড়িয়েছে। এই জোটে শতরূপ ঘোষ নেই।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

সূর্যাস্তের সময়ে তোলা ছবিতে মোনালিসার মুখ ফুঁটে উঠেছে? ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল সূর্যাস্তের সময়ে তোলা ছবিতে মোনালিসার ছবি ফুটে উঠেছে এই দাবিতে ভাইরাল ছবিটি কৃত্তিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরী।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

ইস্টবেঙ্গল – মোহনবাগান ডুরান্ড কাপের আবহে ছোট বাচ্চার মুখে আঘাত লাগার ছবি বিভ্রান্তিকর দাবি সমেত ভাইরাল
ডুরান্ড কাপের আবহে ফেসবুকে একটি বাচ্চার ছবি ভাইরাল হয়েছে যেখানে তার মুখের একদিকে ক্ষত দেখা যাচ্ছে। দাবি করা হয়েছে বাচ্চাটিকে মেরেছে মোহনবাগানের সমর্থকরা। ফেসবুক লাইভের মাধ্যমে বাচ্চাটির বাবা জানিয়েছেন দাবিটি মিথ্যে কারণ বাচ্চাটি নিজের বাড়িতেই পরে গিয়ে আহত হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।