সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি মমতা ব্যানার্জী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কর্ণাটকের নির্বাচন নিয়ে কিছু দাবি ভাইরাল হয়েছে যেখানে কোথায় বলা হয়েছে তৃণমূলের সরকারে পশ্চিমবঙ্গ বেকারত্বের শীর্ষে পৌঁছে গিয়েছে, আবার কোথাও বলা হচ্ছে বিত্তবান ব্যবসায়ী রাকেশ ঝুনঝুনওয়ালার সামনে দাঁড়িয়ে ছিলেন প্রধানমন্ত্রী। কর্ণাটকের নির্বাচনের পর নাকি বিজেপি নেতার গাড়ি থেকে পাওয়া গিয়েছে ইভিএম মেশিন। আজকের Weekly Wrap এ জানুন এই সমস্যা দাবির সত্যতা।

ভারতের মধ্যে বেকারত্বের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম ? সোশ্যাল মিডিয়াতে বিভ্রান্তি ছড়ালো
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ভাইরাল দাবি ভারতের মধ্যে বেকারত্বের শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গের নাম এই দাবিটি ভুল। বেকারত্বের শীর্ষে রয়েছে হরিয়ানার নাম, পশ্চিমবঙ্গের নয়।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

রাকেশ ঝুনঝুনওয়ালা ও প্রধানমন্ত্রীর পুরোনো ছবি নিয়ে ছড়ালো বিভ্রান্তিকর দাবি
ফেসবুকে ভাইরাল দেশের সবচেয়ে বড়ো স্টক-মার্কেটের ব্যবসায়ী প্রধানমন্ত্রীকে দেখেও বসে রইলেন দাবিটি ভুল। রাকেশ ঝুনঝুনওলা চলাফেরার অসুবিধার জন্য হুইলচেয়ারে বসে ছিলেন যদিও পরে প্রধানমন্ত্রীর সাথে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

কর্ণাটকের নির্বাচনের পর বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম পাওয়া গিয়েছে ? ভাইরাল ভিডিওর সত্যতা জানুন
আমাদের অনুসন্ধানে প্রমাণিত কর্ণাটকের নির্বাচনের পর বিজেপি নেতার গাড়ি থেকে ইভিএম পাওয়া গিয়েছে এই দাবিটি ভুল। কর্ণাটক নির্বাচনের সেক্টর আধিকারিকদের গাড়ি থেকে ভোট গণনা যন্ত্র, VVPAT যন্ত্র বের করে নষ্ট করে দেওয়া হয়েছে।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

হাওড়ার রঙ্গোলি মলে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের গ্রেপ্তার করেছে পুলিশ?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল দাবি হাওড়ার রঙ্গোলি মলে ‘দা কেরালা স্টোরি’ দেখতে আসা দর্শকদের গ্রেপ্তার করেছে পুলিশ এই দাবিটি বিভ্রান্তিকর। সিনেমাহলের সামনে অশান্তি করার জন্য ৪-৫জনকে বেলুড় পুলিশ কিছু সমস্যের জন্য আটক করেছিল।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন

আইপিএল চলাকালীন ধোনি সচিনের পা ছুঁয়ে প্রণাম করেছে? জানুন সত্যতা
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আইপিএল চলাকালীন ধোনি সচিনের পা ছুঁয়ে প্রণাম করেছেন এই দাবি সমেত যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত।
সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে পড়ুন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।