সোশ্যাল মিডিয়াতে বেঙ্গল বিজেপির টুইটার ও ফেসবুক থেকে কি কারণে ছড়ালো ক্যালিফোর্নিয়ার ২০১৪ সালের দাবানলের ছবি, আদানি গোষ্ঠীর নাম কেন লেখা হলো রেলের গায়ে,হোয়াটস্যাপ সিইওর নাম পুনরায় কি বার্তা ভাইরাল হলো, কৃষক আন্দোলন ও ট্র্যাক্টর মার্চ নিয়ে ফের কি ভিডিও ছড়ালো এবং সব শেষে করোনা ভ্যাকসিন নিয়ে কি দাবি করা হলো সোশ্যাল মিডিয়াতে – এই সব দাবিগুলোর আসল সত্যি জানুন আমাদের আজকের ফ্যাক্ট চেকে।

ভারতীয় রেলের গায়ে লেখা হয়েছে আদানির নাম?
সোশ্যাল মিডিয়াতে আদানি গ্রুপের মালগাড়ির ভিডিওকে বিভ্রান্তিকর ভাবে শেয়ার করা হয়েছে। বলা হচ্ছে মালবাহী ট্রেন যা ভারতীয় রেলের, কেন্দ্র সরকার ভারতীয় রেল আদানির কাছে বিক্রি করার কারণে রেলের গায়ে Adani নামটি লেখা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

বেঙ্গল বিজেপির পেজ থেকে ক্যালিফোর্নিয়ার দাবানলের ছবি শেয়ার করা হলো
বেঙ্গল বিজেপির সোশ্যাল মিডিয়া পেজ থেকে বসিরহাটের বিজেপি নেতা নূর ইসলামের দোকানে ও স্কুলে অগ্নিসংযোগের ঘটনা বর্ণনা করতে গিয়ে আগুনে পোড়া একটি বাড়ির ছবি ব্যবহার করেছে। আগুনে পোড়া এই ছবিটি বসিরহাটের নয় বরং ক্যালোফোর্নিয়ার ২০১৪ সালের দাবানলের ছবি।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

নানা রকম আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর ২৬শে জানুয়ারী দিল্লীর রাস্তায় নামতে চলেছে?
কেন্দ্র সরকার যদি কৃষি বিরোধী তিনটি কালা-কৃষি বিল পরিবর্তন না করে তাহলে ২৬শে জানুয়ারী হতে পারে কৃষকদের ট্র্যাক্টর মার্চ। আর এই ট্র্যাক্টর মার্চের আবহে ভাইরাল হয়েছে বড়দিনের আগে আলো দিয়ে সাজানো ট্র্যাক্টর প্যারেডের ভিডিও। যা শেয়ার করে দাবি করা হচ্ছে ২৬শে জানুয়ারী এই ধরণের মার্চ হতে চলেছে রাজধানীর রাজপথে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

ভারতের প্রস্তুত করোনা ভ্যাকসিন নিয়ে কেউ অসুস্থ হয়নি?
ভারতে প্রথম দিনের করোনা ভ্যাকসিন নেওয়ার পর কোনো অসুস্থতার খবর আসেনি এই দাবি সঠিক নয়।১৬ জানুয়ারী করোনার টিকাকরণের পর যথাক্রমে বাংলায় দুজন ও বাংলার বাইরে তিন জনের অসুস্থতার খবর পাওয়া গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।

WhatsApp-এর পরিচালকের নামে ফের সর্বত্র ভাইরাল হলো জাল ম্যাসেজ
বরুন পুলিয়ানি, হোয়াটসঅ্যাপের লোগো নীল হয়ে যাওয়া, হোয়াটসঅ্যাপ ব্যবহার চালু রাখতে গেলে দিতে হবে টাকা এবং সবশেষে ব্রিয়ান অক্টেনের নামে ভাইরাল ম্যাসেজটি সম্পূর্ণ মিথ্যে। সোশ্যাল মিডিয়াতে ঘুরতে থাকা এই বার্তাটি সত্য নয়।থাকা এই বার্তাটি সত্য নয়।
সম্পূর্ণ আর্টিকেলটি এখানে পড়ুন।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।