সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বীরভূমের রামপুরহাটের গণহত্যার পর ও অনুব্রত মন্ডলের SSKM এ ভর্তি হওয়ার আবহে ছড়িয়েছে একটি পুরোনো ছবি। এই SSKMকে নিয়ে দাবি মার্কিন সংবাদ সংস্থা News Week কলকাতার পিজিকে বিশ্বের সেরা হাসপাতালের শিরোপা দিয়েছে, বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় নাকি বলেছেন বাংলাকে বাঁচাতে হলে তৃণমূল ও মমতা দিদিকে তাড়াতে হবে। আজকের Weekly Wrap এ পড়ুন এই ধরণের ভাইরাল দাবির আসল তথ্য।

বালিগঞ্জ উপ নির্বাচনের আবহে ভাইরাল বাবুল সুপ্রিয়র পুরোনো ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে বালিগঞ্জ উপ নির্বাচনের আবহে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী ও প্রাক্তন কেন্দ্রীয় প্রতি-মন্ত্রী বাবুল সুপ্রিয়র ‘টিএমসি হাটাও, মমতা দিদি হাটাও বাংলা বাঁচাও ‘ এই ভিডিওটি ভাইরাল হয়েছে যা ২০২০ সালের যখন তিনি বিজেপিতে ছিলেন।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ?
আমাদের অনুসন্ধান থেকে প্রাপ্ত তথ্য অনুসারে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পাঠান সিনেমাটি ফ্লপ হলে নিজের বাড়ি বিক্রি করবেন শাহরুখ এই দাবিটি মিথ্যে প্রমাণিত হয়েছে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি অনুব্রত মন্ডল এবং সেই আবহে ছড়ালো ওনার চিকিৎসার পুরোনো ছবি
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি অনুব্রত মন্ডল আর সেই আবহে অনুব্রতর ফেব্রুয়ারি মাসে বীরভূমের মহকুমা হাসপাতালে ভর্তি হওয়ার ছবি ছড়িয়েছে।
এই দাবিটির সত্যতা জানুন এখানে

SSKM কে বিশ্বের সেরা হাসপাতালের খেতাব দিয়েছে News Week?
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল SSKM কে বিশ্বের সেরা হাসপাতালের খেতাব দিয়েছে News Week দাবিটি আসলে বিভ্রান্তিকর।
এই দাবিটির সত্যতা জানুন এখানে
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।