সম্প্রতি আমাদের হোয়াট্সঅ্যাপ নম্বরে ( ৯৯৯৯৪৯৯০৪৪) দুটি ভিডিও এসেছে যেখানে একটি হিংস্র জন্তুকে দেখা যাচ্ছে অন্যটিতে একটি বাচ্চা ছেলের পা থেঁতলে গেছে এবং তাকে ঘিরে তার বাবা মাকে কাঁদতে দেখা যাচ্ছে। ভিডিও দুটি পাঠিয়ে তার সাথে দাবি করা হয়েছে হিংস্র জন্তুর আক্রমণ শুরু হয়েছে বাংলায় এবং এই বাচ্চাটি আক্রান্ত হয়েছে এই জন্তুটির দ্বারা।

Fact check / Verification
ভিডিওটির সত্যতা জানার জন্য আমরা প্রথমে জন্তুর ভিডিওটির কীফ্রেম বের করে এবং রিভার্স ইমেজ শুরু করি। এই পর্যায়ে আমরা একটি ট্যুইট পাই যা এই বছরের জুলাই মাসে ভাইরাল হয়েছিল এবং এই ট্যুইটে হিংস্র জন্তুটির (Werewolf) ভিডিও রয়েছে। ভিডিওটির সাথে ক্যাপশনে লেখা হয়েছে দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপটাউনে এই Werewolf বা নেকড়েমানব দেখা গেছে। যদিও একে গুলির দ্বারা আহত করা হয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে হিংস্র জন্তুর আক্রমণে একটি ছেলের পা থেঁতলে গেছে এই দাবিটি মিথ্যে।
এই জন্তুটিকে সিনেমার জন্য নির্মাণ করে হয়েছিল। Stan Winston School নামের টুইটার অ্যাকাউন্ট থেকে ২৭শে জুলাইতে পোস্ট করা একটি ট্যুইট পাই এখানে ভিডিওর জন্তুটিকে এবং তার নির্মাতার ছবি রয়েছে। জোসেফ রব কোবেস্কি নামের ভাস্কর্য শিল্পী তৈরী করেন এই ধরণের মাতৃ যা মূলত ব্যবহৃত হয় সিনেমাতে। ওনার ইনস্টাগ্রাম প্রোফাইলে এই ধরণের আরও মূর্তি দেখা যাবে।
হিংস্র জন্তুর আক্রমণ শুরু হয়েছে বাংলায় এই দাবিতে যে জন্তুটির ভিডিও শেয়ার হয়েছে তা আসলে সিনেমার জন্য ব্যবহৃত নেকড়েমানব
এরপর আমরা দ্বিতীয় ভিডিও, যেখানে একটি ছেলের পা থেঁতলে গেছে দেখা যাচ্ছে সেই ভিডিওটির সত্যতা যাচাইয়ের কাজ শুরু করি। কিন্তু এই ভিডিওটির সত্যতা এখনও আমরা যাচাই করতে পারিনি। শুধু এইটুকু বিষয়ে নিশ্চিন্ত হয়ে পেরেছি যে দাবি সমেত এই ভিডিওটি ছড়িয়েছিলো তার সাথে এই বাচ্চাটির পায়ের জখমের বিষয়টি সম্পর্কিত নয়।
Conclusion
আমাদের অনুসন্ধানের দ্বারা আমরা জানতে পেরেছি হিংস্র জন্তুর আক্রমণ শুরু হয়েছে বাংলায় এই দাবিতে ছড়ানো ভিডিওতে যে জন্তুটিকে দেখা যাচ্ছে সেটি আসলে সিনেমাতে ব্যবহৃত একটি প্রাণী। ভুল দাবি সমেত এই ভিডিওটিকে ছড়ানো হচ্ছে।
Result – False connection
Our sources
Tweet post – https://twitter.com/swinstonschool/status/1419782329338318860?lang=he
Instagram post – https://www.instagram.com/robcobasky/?hl=en
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।