ছাব্বিশের বিধানসভা ভোটের আগে, গত বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজ্য বিধানসভায় শেষবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে। সেই বাজেটের উচ্চ শিক্ষা খাতে এবং মাদ্রাসা শিক্ষা খাতের বরাদ্দ নিয়ে তৈরি হয়েছে তীব্র আলোচনা। সংবাদ প্রতিদিনের একটি পোস্ট কার্ড ফেসবুকে পোস্ট করে অনেকেই দাবি করেছেন যে, উচ্চ শিক্ষা খাতের তুলনায় মাদ্রাসা শিক্ষা খাতে বেশি টাকা বরাদ্দ করেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের সরকার। সোশ্য়াল মিডিয়ায় লেখা হয়েছে, “বাংলাকে গুজরাট হতে দেব না, বাংলাদেশ বানিয়ে দিলাম। পশ্চিমবঙ্গে উচ্চ শিক্ষায় বরাদ্দ ১৫৯৩ কোটি টাকা আর মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ ৫৬০২ কোটি টাকা। হায় বাংলা…”

Fact Check/ Verification
রাজ্য় বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ জানতে ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে, ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি Ei Samay ওয়েবসাইটে একটি প্রতিবেদন দেখতে পাওয়া যায়। সেখান উল্লেখ করা হয়েছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষে উচ্চশিক্ষা খাতে ৬,৫৯৩.৫৮ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য় সরকার। একই ভাবে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর খাতে ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে ৫,৬০২.২৯ কোটি টাকা।

আরও সার্চ করলে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দফতরের ওয়েবসাইটে, ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটের কপিটি দেখতে পাওয়া যায়। সেখানেও স্পষ্ট উল্লেখ করা রয়েছে যে, ২০২৫-২৬ অর্থবর্ষে উচ্চশিক্ষা খাতে ৬,৫৯৩.৫৮ কোটি এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর খাতে ৫,৬০২.২৯ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার।

তাছাড়া পরে দেখা যায় সংবাদ প্রতিদিনও তাদের আগের পোস্ট কার্ডটি বদলে দিয়েছে এবং সঠিক পরিসংখ্যান-সহ অন্য একটি পোস্ট কার্ড ফেসবুকে পোস্ট করেছে।

প্রসঙ্গত, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দফতর খাতে, রাজ্য় সরকারের ৫,৬০২.২৯ কোটি টাকা বরাদ্দ নিয়ে, ইতিমধ্য়েই রাজ্য় রাজনীতিতে তৈরি তীব্র বাদানুবাদ। রাজ্য়ের তৃণমূল সরকারের বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ করেছেন রাজ্য় বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার।
Conclusion
রাজ্য় বাজেটে উচ্চশিক্ষা খাতের তুলনায় মাদ্রাসা শিক্ষা খাতে বেশি টাকা বরাদ্দের দাবিটি ভুয়ো।
Sources
Report by Ei Samay, Dated February 12, 2025
West Bengal Finance Department
Post by Sangbad Pratidin, Dated February 12, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z