Claim
নিজের মেয়েকে বিয়ে করেছেন এই মুসলিম ব্যক্তি।

Fact
ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ৬ মার্চ Raj Thakur নামের একটি ফেসবুক পেজে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।যার সঙ্গে হিন্দি ক্যাপশনে লেখা ছিল, “রমজান চলাকালীন একজন বাবা নিজের গর্ভবতী মেয়েকে বিয়ে করলেন’। উক্ত পোস্টের ভিডিওর ১ মিনিট ৩২ সেকেন্ড অংশ থেকে ১ মিনিট ৪৭ সেকেন্ড অংশের সাথে আলোচিত দাবিতে প্রচারিত ভিডিওটির হুবহু মিল রয়েছে৷

ভালো করে লক্ষ্য করলে দেখা যায় যে, পেজটি দিল্লির একজন গেমিং কনটেন্ট ক্রিয়েটরের এবং সেটি ২০২৩ সালের ৮ অগাস্ট তৈরি করা হয়েছিল। পেডটি তৈরির পর থেকে একাধিকবার নামও পরিবর্তন করা হয়েছিল।


আরও সার্চ করলে দেখা যায়, Raj Thakur-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, ৫ মার্চ, একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
সেই অ্যাকাউন্টে পোস্ট হওয়া একাধিক ভিডিয়োতে, ভাইরাল ভিডিয়োর ব্যক্তিটি বিভিন্ন চরিত্রে দেখতে পাওয়া যায়।
এখান থেকেই স্পষ্ট হয় যে, ভাইরাল ভিডিয়োটি কোনও সত্য ঘটনা নয়। বরং একটি নাটকের অংশ মাত্র।
Source
Video by Raj Thakur, Dated March 6, 2025
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z