Fact Check
Fact Check: ওমেন প্রিমিয়ার লীগ থেকে পুরুষ ধারাভাষ্যকে বাদ দেওয়া হয়েছে?
Claim: মহিলা প্রিমিয়ার লীগে এক খেলোয়ারের উদ্দেশ্যে ব্যঙ্গ করার জন্য পুরুষ ধারাভাষ্যকে বাদ দেওয়া হলো
Fact: দাবিটিকে নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি, এটি মূলত একটি মিম পেজ থেকে শেয়ার করা হয়েছিল
মার্চ মাস থেকে শুরু হয়েছে মহিলা ক্রিকেটারদের ওমেন প্রিমিয়ার লীগ এবং এই ম্যাচকে নিয়ে দাবি ম্যাচের একজন মহিলা খেলোয়াড় সাধারণ একটি ক্যাচ মিস করার জন্য সেই সময় যিনি ধারাভাষ্য বা কমেন্ট্রি করছিলেন তিনি ব্যঙ্গ করেন। ফলস্বরূপ পুরুষ ধারাভাষ্যদের মহিলা প্রমিয়ার লীগ থেকে বাদ দেওয়া হয়।

Fact check / Verification
ওমেন প্রিমিয়ার লীগ থেকে পুরুষ ধারাভাষ্যকে বাদ দেওয়া হয়েছে এই দাবিটির সত্যতা যাচাই করার পুরুষ ধারাভাষ্যের ভাইরাল ছবির রিভার্স ইমেজ করি। Deccan Herald এর ২রা মে ২০১৯ সালের IPL সংক্রান্ত একটি রিপোর্ট পাই যেখানে এই ধারাভাষ্যদের ছবি রয়েছে। জানিয়ে রাখি এই ছবি বর্তমানে মহিলা প্রিমিয়ার লীগের থেকে বাদ পড়া পুরুষ ধারাভাষ্যদের দাবিতে ভাইরাল হয়েছে। সুজিত সোমাসুন্দর, শ্রীনিবাস মূর্তি ও বিজয় ভরদ্বাজ ২০১৯ সালের IPL এ কন্নড় ভাষায় কমেন্ট্রি করে খবরের শিরোনামে উঠে এসেছিলেন।

অর্থাৎ এই ছবিটি বছর চারেক পুরোনো।
অন্যদিকে ছবিটিকে কেন এই দাবিতে শেয়ার করার হয়েছে তা জানার জন্য আমরা অনুসন্ধান চালায় কিন্তু আশানুরূপ কোনো ফল পাইনি।এমন কোনো মিডিয়া রিপোর্টও পাইনি যেখানে বলা হয়েছে ওমেন প্রিমিয়ার লীগ থেকে পুরুষ ধারাভাষ্যকে বাদ দেওয়া হয়েছে।
গুগলে ‘WPL, Banned, Male Commentators’ জাতীয় কীওয়ার্ড দ্বারা খোঁজার পর একটি টুইটার হ্যান্ডেল পাই। @hp_mode2 নামের এই হ্যান্ডেলটি থেকে এই পোস্টটি করা হয়েছে। হ্যান্ডেলটি সাধারণত মিম, প্যারোডি জাতীয় কনটেন্ট পোস্ট করে।

ভাইরাল ছবিটি ভালো করে দেখলে দেখা যাবে টুইটার পেজটির নাম লেখা রয়েছে।

Conclusion
আমাদের অনুসন্ধানে প্রাপ্ত তথ্য অনুসারে বলা যেতে পারে মহিলা প্রিমিয়ার লীগে এক খেলোয়ারের উদ্দেশ্যে ব্যঙ্গ করার জন্য ওমেন প্রিমিয়ার লীগ থেকে পুরুষ ধারাভাষ্যকে বাদ দেওয়া হয়েছে এই দাবিটি বিভ্রান্তিকর।
(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker English এ প্রকাশিত হয়েছে)
Result: Satire
Our Sources
Twitter Handle @hp_mode2
Report By Deccan Herald, Dated May 2, 2019
Self Analysis
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।