Claim
ফেসবুকে সম্প্রতি একটি সাদা কালো ছবি ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে এই ছবিটি শহীদ ভগৎ সিংয়ের। ছবিটির সাথে লেখা হয়েছে ‘Real Pic of Shaheed Bhagat Singh’ .
আজ পাঞ্জাবের বীরপুত্র ও ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব ভগৎ সিংয়ের আজ ১১৫ তম জন্মবার্ষিকী। এর আগে ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছেন খুব শীঘ্রই চন্ডিগড় বিমান বন্দরের নাম পরিবর্তন করে ভগৎ সিং রাখা হবে।

Fact
পরাধীন ভারতের রাজ্ করা ব্রিটিশ সরকার ১৯২৭ সালে সাইমন কমিশন গঠন করে যেখানে একজনও ভারতীয় ছিল না। স্যার জন সাইমনের নামে গঠিত এই কমিশনের লক্ষ্য ছিল ভারতের সাংবিধানিক ব্যবস্থার সংস্কার করে তা পুনর্নির্মান করা এবং এতে ভারতীয়দের নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। অন্যদিকে এই কমিশনের বিরুদ্ধে আন্দোলনে সামিল হন পাঞ্জাব কেশরী লালা লাজপত রাই। যিনি পরবর্তী কালে ব্রিটিশ সরকারের লাঠি চার্জের কারণে মারা যান। ওনার মৃত্যুর প্রতিবাদে ভগৎ সিং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যুদ্ধে নামার পর গ্রেপ্তার হন এবং ১৯৩১ এর ওনাকে ফাঁসি দেওয়া হয়।
ওনার জন্মবার্ষিককে কেন্দ্র করে যে ছবিটি ভাইরাল হয়েছে তা Yandex এর খোঁজার পর আমরা State Library Victoria র ওয়েবসাইটে এই ছবিটি রয়েছে। ছবিটির সাথে লেখা রয়েছে উত্তর প্রদেশের ফারুকাবাদের নবাবের ছবি এটি, যিনি ১৮৫৭ সালে সিপাহী বিদ্রোহের সময় বিদ্রোহীমূলক কাজ করার জন্য দেশ ছাড়া হয়েছিলেন। পরবর্তীকালে তিনি মক্কায় থাকতে শুরু করেন।

অন্যদিকে Cultural India নামের একটি ওয়েবসাইট থেকে আমরা শহীদ ভগৎ সিংয়ের কিছু সাদা কালো ছবি পাই। যার মধ্যে একটিতে দেখা যাচ্ছে ভগৎ সিংয়ের হাতে শেকল বাধা।
আমাদের অনুসন্ধানে প্রমাণিত ফেসবুকে ভগৎ সিংয়ের জন্ম বার্ষিকীতে ফেসবুকে ভগৎ সিংয়ের আসল ছবি নামে যে ছবি পোস্ট করা হয়েছে তা ফারুকবাদের নবাবের।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।