Authors
Claim
এবিপি আনন্দের ওপিনিয়ন পোলের একটি ছবি ফেসবুকে পোস্ট দাবি করা হয়েছে যে, বাঁকুড়া কেন্দ্রে সম্ভাব্য জয়ী হিসেবে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীকে দেখানো হয়েছে। (আর্কাইভ লিঙ্ক)
Fact
ইউটিউবে কিওয়ার্ড সার্চ করলেই এবিপি আনন্দের ওপিনিয়ন পোলের ভিডিয়োটি আমরা দেখতে পাই, যা ১২ এপ্রিল পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়োর ২৭ মিনিট ৩১ সেকেন্ডে দেখা যায়, বাঁকুড়া কেন্দ্রের সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে বেছে নিয়েছে এবিপি আনন্দ।
ভাইরাল ছবির সঙ্গে ভিডিয়োর ফ্রেমের তুলনা করলেই স্পষ্ট হয়ে যায় যে, আসল ছবিটিকে এডিট করে সুভাষ সরকারের জায়গায় অরূপ চক্রবর্তীর ছবি ও নাম ব্যবহার করা হয়েছে।
তবে এই প্রথম না, আগেও এবিপি আনন্দের ওপিনিয়ন পোলের ফেক ছবি ব্যবহার করে বারাকপুর কেন্দ্রে পার্থ ভৌমিককে সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হয়েছে। বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রের সম্ভাবনাময় জয়ী হিসেবে তৃণমূল প্রার্থীদের দেখানো হয়েছে। সেই সমস্ত ভুয়ো খবরের আসল তথ্য জানা যাবে এখানে ও এখানে।
Result: Altered Image
Source
Video by ABP Ananda, dated April 12, 2024