(এই প্রতিবেদনটি সর্বপ্রথম Newschecker Hindiতে প্রকাশিত হয়েছে )
ফেসবুকে, টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে বলা হয়েছে কাতার বিশ্বকাপের মঞ্চে জাকির নায়েকের সামনে ৪জন ইসলাম গ্রহণ করেছে। মঞ্চে এই বিতর্কিত ইসলামিক ধর্মগুরুর বক্তৃতা শোনার পর কালেমা পাঠ করে ওই মঞ্চেই ৪জন ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছে।



Fact check/ Verification
বিশ্বকাপের মঞ্চে জাকির নায়েকের সামনে ৪জন ইসলাম গ্রহণ করেছে এই দাবিতে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা বছর ছয়েক পুরোনো। টুইটারে এই ভিডিওর একটি পোস্ট আমরা দেখি যার কমেন্ট বক্সে একই ভিডিও রয়েছে যেটি টুইট করা হয়েছিল ২০১৬ সালের ২৭শে মে।টুইটটি করা হয়েছিল @jaberalharmi নামের টুইটার প্রোফাইল থেকে।
আরো একটি টুইটার অ্যাকাউন্ট থেকেও আমরা এই ভিডিওটি পাই। এই টুইটের কমেন্ট বক্সে একজন একটি ইউটুউবের স্ক্রিনশট পাই যেখানে দেখা যাচ্ছে ‘abdelghani boudra’ নামের ইউটুউব চ্যানেল থেকে এই ভিডিওটিকে ২০১৬ সালে আপলোড করা হয়েছে। এখানে বলা হয়েছে কাতারাতে জাকির নায়েকের বক্তৃতা শোনার পর চারজন ইসলাম গ্রহণ করে। জানিয়ে রাখি কাতারা কাতারের রাজধানী দোহাতে অবস্থিত একটি সাংস্কৃতিক কেন্দ্র।
এই সূত্র ধরে খোঁজার পর আমরা Katara র টুইটার পোস্ট পাই এই ভিডিওর। এখানে বলা হয়েছে জাকির নায়েক ‘ভগবানের অস্তিত্ব’ নিয়ে আলোচনার পর ৪জন ইসলাম ধর্মকে গ্রহণ করে।
কাতারে অনুষ্ঠিত FIFAর বিশ্বকাপের অনুষ্ঠানে চর্চিত ইসলামিক ধর্মগুরুকে আমন্ত্রণ জানানো হচ্ছিলো, যা নিয়ে বেশ বিতর্ক শুরু হয়।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে বিশ্বকাপের মঞ্চে জাকির নায়েকের সামনে ৪জন ইসলাম গ্রহণ করেছে এই দাবি সময় যে ভিডিওটি ভাইরাল হয়েছে তা ছয় বছর আগের। কাতার বিশ্বকাপের সাথে এটির কোনো সম্পর্ক নেই।
Result : False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।