রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact Checkভাইরাল ভয়ানক ভূমিস্খলনের ভিডিও আসলে ইন্দোনেশিয়ার, মেঘালয়ের নয়

ভাইরাল ভয়ানক ভূমিস্খলনের ভিডিও আসলে ইন্দোনেশিয়ার, মেঘালয়ের নয়

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

দাবি: সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি একটি ভিডিও শেয়ার হয়েছে যেখানে দাবি করা হয়েছে আমপানের ফলে মেঘালয়ে ব্যাপক বৃষ্টি হওয়ার কারণে মাটি ধসে গেছে।  ভিডিওটিতে দেখা যাচ্ছে উঁচু টিলার মতো একটি স্থান গাছ সমেত বিপদজনক ভাবে ধসে পরে যাচ্ছে।  ভিডিওটির সাথে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে #আমপান  ও # মেঘালয়। নিচে শেয়ার হওয়া  ভিডিও দেওয়া হলো। 

ফেসবুক থেকে এই একই ভিডিও আমরা পাই যেখানে আবার দাবি একটু অন্য।  এইখানে বলা হয়েছে অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে মেঘালয়ে মাটি ধসে গেছে।  এই ভিডিওটি শেয়ার করা হয়েছে ২২ শে মে অর্থাৎ যখন আমপান হয়। 

https://www.facebook.com/1776446559273545/videos/1713111035496750/
https://www.facebook.com/100008583699844/videos/2329771300652304/
https://www.facebook.com/aknewshyd/videos/717530452326878/?v=717530452326878&external_log_id=699d846cc012044b37fc586f808c6baa&q=Due%20to%20heavy%20rains%20there%20has%20been%20massive%20land%20slides%20in%20%23Meghalaya.*%20*This%20footage%20sends%20chills%20down%20the%20spine.%20Watch%20till%20the%20end*%20.%20*I%20hope%20all%20are%20safe%20and%20sound.*%20*God%20speed.%23Amphan*

বিশ্লেষণ:পঃ বঙ্গে ও উড়িষ্যায় ২০ ও ২১শে মে আমপান সাইক্লোন হয়।  উড়িষ্যার এর আগেও এই ধরণের প্রলয়ঙ্করী ঝড়ের সাথে লড়াই করলেও বাংলার কাছে এই  ঝড়ের অভিজ্ঞতা একদম নতুন। কলকাতা,  উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় এখনো আমপানের স্মৃতি তাজা।  ক্ষয়ক্ষতি অনায়াসে ব্যক্ত করে কতটা প্রলয়নাচন হয়েছে এই অঞ্চলগুলি জুড়ে।  

সোশ্যাল মিডিয়াতে শেয়ার হওয়া ভূমিস্খলনের ভিডিওটি মেঘালয়ের কিনা জানার জন্য আমরা ভিডিওটিকে ফ্রেমে ভেঙ্গে ফেলি।  এর সাথে সাথে আমরা ২০-২২ তারিখে মেঘালয়ের আবহাওয়ার পরিস্থিতি  কি ছিল জানার জন্য গুগলে সার্চ করি। TOIHindustan Times তরফ থেকে মেঘালয়ের আবহাওয়া সংক্রান্ত কিছু  খবর পাই যেখানে উল্লেখ করা আছে যে, অসম, শিলং অঞ্চল জুড়ে ঝড় ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা আছে।  অর্থাৎ কিছুটা বা অনেকটা হলেও আমপানের রেশ  পড়ার সম্ভাবনা আছে  পূর্ব ভারতের এই রাজ্যগুলিতে।  

আমরা ভিডিওটির ফ্রেম থেকে যে ছবি পাই তার একটিকে নিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করি। ইন্দোনেশিয়ার একটি  ভূমি ধসে যাওয়ার ভিডিও  আমাদের সামনে উঠে আসে। ইউটুবের যে লিংক গুলি আমরা পাই তা হলো জাভা দ্বীপের শুকনাগারা সিয়ানজুর অঞ্চলের।  নিচে এই ঘটনার কিছু ইউটুব লিংক দেওয়া হলো।  

এই ভিডিওটির যে কয়টি লিংক আমরা পাই প্রায়ই আপলোড করা হয়েছে ৯ই এপ্রিল মাসে।  গুগল থেকে এই ঘটনার কথা জানার জন্য আমরা কীওয়ার্ড দিয়ে সার্চ শুরু করি এবং জানতে পারি, ১৩ই মার্চ মাসে ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে অবস্থিত শুকনাগারা সিয়ানজুরের দক্ষিণ সিয়ানাগার তে এই ঘটনাটি ঘটেছে।  Tribune Jogja.comএর মতে হত্যা বৃষ্টির কারণে এখানে এই ধরণের মাটি ধসে যায়। ইন্দোনেশিয়ার অন্য একটি সংবাদমাধ্যম Relifeweb  এর মতে মাটি ধসে যাওয়ার এই ঘটনাতে ৭ জন নিহত হয়েছে ও তিন জন এখনও নিরুদ্দেশ।  স্থানীয় সময় ৪.৩০ নাগাদ এই ঘটনাটি ঘটেছে।  

টুইটার থেকে মেঘালয় পুলিশের একটি টুইট পাই যেখান এই ঘটনাকে ফেক বলা হয়েছে।  

২২শে মে মেঘালয়াতে কোনো মাটি ধসে যাওয়ার মতো ঘটনা ঘটেনি।  ফেসবুক থেকে Nixer Khobor নামের একটি খবর পাই যা আপলোড করা হয়েছে Dy365 channel চ্যানেল থেকে।  অসমীয়া ভাষার এই নিউজ চ্যানেলটিতেও একে ফেক ভিডিও  বলা হয়েছে।  ইন্দোনেশিয়ার ভূমিস্খলন ঘটনা মেঘালয়ের নাম দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হয়েছে।  

ব্যবহৃত টুলস:

  • Google search
  • Google reverse image search
  • Media repot
  • Meghalaya Police tweet

ফলাফল: অপ্রাসঙ্গিক 

সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। ) 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular