শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeCoronavirusকরোনা থেকে বাঁচতে দেবী শেট্টির ২২টি উপকারী টিপস আসলে জাল। ভাইরাল...

করোনা থেকে বাঁচতে দেবী শেট্টির ২২টি উপকারী টিপস আসলে জাল। ভাইরাল ম্যাসেজটির পয়েন্টস গুলি ডঃ শেট্টির নয়।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

দাবি: প্রখ্যাত ডাক্তার দেবী শেট্টির সম্প্রতি একটি ২২টি টিপসের ম্যাসেজ ভাইরাল হয়েছে । এই ২২টি টিপসের মধ্যে আগামী ১ বছরের একটি তালিকা করে দেওয়া আছে যেখানে কি কি করা থেকে নিজেকে বিরত রাখতে হবে তার কিছু উপযোগী টিপস রয়েছে।  হোয়াটস্যাপ থেকে আমাদের কাছে এই ভাইরাল ম্যাসেজটি আসে। 

বিশ্লেষণ: ভারতীয় হৃদবিশেষজ্ঞ দেবী শেট্টি তার চিকিৎসা শৈলীর দ্বারা সারা ভারত তথা সারা বিশ্বে তিনি বিখ্যাত। জটিল থেকে জটিলতর হৃদরোগের সমাধান করেছেন, তারই নাম দিয়ে  ভাইরাল করোনাকে নিয়ে টিপস শেয়ার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এই ম্যাসেজের থেকে কিছু কীওয়ার্ড নিয়ে আমরা ফেসবুক থেকে এই ভাইরাল ম্যাসেজ শেয়ার করা হয়েছে।

https://www.facebook.com/IamBengali777/videos/986866121728314/?v=986866121728314&external_log_id=48a915997b72e32ec0fe793672115a73&q=%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%20%E0%A7%A7%20%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A7%A8%E0%A7%A8%20%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%20%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%83%20%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80%20%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%B0%20!!
https://www.facebook.com/2429787977254038/videos/1475993419248760/?v=1475993419248760&external_log_id=0f86db43689e616ad6785fd804e2ea65&q=%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%20%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87%20%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%87%20%E0%A6%86%E0%A6%97%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%80%20%E0%A7%A7%20%E0%A6%AC%E0%A6%9B%E0%A6%B0%E0%A7%87%E0%A6%B0%20%20%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF%20%E0%A7%A8%E0%A7%A8%20%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF%20%E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%20%E0%A6%A1%E0%A6%BE%E0%A6%83%20%E0%A6%A6%E0%A7%87%E0%A6%AC%E0%A7%80%20%E0%A6%B6%E0%A7%87%E0%A6%A0%E0%A6%BF%E0%A6%B0%20!!
https://www.facebook.com/uttam.sarkar.7583992/videos/1411534165696964/

এই ভাইরাল ম্যাসেজের সত্যতা কতটা জানার জন আমার গুগলে এই ম্যাসেজের সম্পর্কে জানার জন্য খোঁজ শুরু করি। মার্চ মাসের একটি নিউজ রিপোর্ট আমরা পাই যেটি দেবী  শেট্টির লেখা করোনা থেকে বাঁচার কিছু টিপস। 

Business Today একটি রিপোর্ট পাই যেখানে তিনি ২৫টি টিপস লিখেছেন- 

  • করোনার অতিমারীর হাত থাকে রেহাই পেতে গেলে কি কি বিষয়গুলি আমাদের মাথায় রেখে চলতে হবে তার নির্দের্শ দিয়েছেন।  ইউনাইটেড কিংডমের সরকার যেমন অতি তারাতারি তাদের হাসপাতাল গুলিকে covid -19 এর রোগীদের শুশ্রুষা করার জন্য তৈরী করেছে।  
  • তার মতে করোনা ও এর সংস্পর্শে আসা রোগীদের সর্বপ্রথম সরকারি হাসপাতালে যেতে হবে পরীক্ষা ও চিকিৎসা করানোর জন্য।  প্রতিটা শহরে ভাইরাল স্ক্ৰীনং চেকআপের ব্যবস্থা রাখতে হবে সরকারকে।  এছাড়াও চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের সবসময় সুস্বাস্থ্য বজায় রেখে চলতে হবে।  
  • জুনিয়র ডাক্তারদের ক্ষেত্রে তিনি উপদেশ দিয়েছেন যে তাদেরকে PPE সাথে পরিচিত করিয়ে অন্ততপক্ষে ২ সপ্তাহ ট্রেনিং দেওয়াতে হবে কি ভাবে করোনা পজিটিভ রুগীদের সাথে দেখাশুনা করবে।  
  • বহনযোগ্য এক্সরে মেশিন ও বুকের এক্সরে মেশিন, PPE  কিট, চোখ সম্পূর্ণ ঢেকে থাকে  এমন চশমা, এন -৯৫ মাস্ক, ভেন্টিলেটর, অক্সিজেন মেশিন, সাকশন টিউব, ব্লাড গ্যাস মেশিন প্রভৃতি অত্যাবশ্যক সরঞ্জাম গুলির ব্যবস্থা রাখতে হবে।  
  •  প্রত্যেক ২০০০ ICU বেডের জন্য ৭০০জন করে চিকিৎসক কর্মীকে উপস্থিত রাখতে হবে ৬ ঘন্টা ডিউটির জন্য।  ২০০ রেসিডেন্সিয়াল ডাক্তার ও  ১০০ জন এনেস্থিসিস্ট কে রেডি রাখতে হবে।  আর ২৪ ঘন্টার জন্য ২৮০০জন নার্স, ৮০০ ডাক্তার ও ৪০০জন এনেস্থিসিস্টের ব্যবস্থা রাখতে হবে।  
  • করোনায় আক্রান্ত ব্যক্তিদের সরকারি হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আধুনিক প্রযুক্তি সম্পন্ন বেসরকারি নার্সিংহোমে পাঠাতে হবে দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রদানের  জন্য।  

ভাইরাল ম্যাসেজে যে টিপসের উল্লেখ করা আছে তার সাথে ডঃ শেট্টির দেওয়া নিয়মাবলীর মিল নেই। এই ভাইরাল ম্যাসেজে উল্লেখিত কিছু টিপস হলো – 

  • করোনার কথা মাথায় রেখে অন্তত একবছর কোথাও ঘুরতে যাওয়া বা বিদেশ ভ্রমন  সম্ভব নয়,
  • ভীড় বহুল জায়গায় যাওয়া যাবে না।  
  • বাইরের খাবার খাওয়া যাবে না এবং ৬ মাসের জন্য কোনো শপিংমল বা সিনেমা হলে যাওয়া চলবে না।  
  • বাইরে  বেরোলে আংটি, ঘড়ি এমনকি বেল্ট ও পড়া চলবে না।  
  • অবশেষে আপনি যদি কোনো করোনা রুগীকে পরিদর্শনে যান তাহলে বাড়ি ফিরে শীঘ্রই স্নান করুন।  

ডঃ শেট্টির ২৫টি Covid -19 মহামারীকে কি ভাবে বাগে আনা যাবে তার সাথে এই টিপস গুলির একটিরও মিল নেই।  অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল এই ম্যাসেজটি জাল।  এর সাথে ডঃ শেট্টির কোনো সম্পর্ক নেই।  

এছাড়াও Times of India– র একটি রিপোর্ট আমরা পাই যেখানে তিনি সামাজিক দূরত্বে থেকে  করোনা যা কিনা ভারতে সংক্রামক বিস্ফোরণ ঘটাতে চলেছে তার হাত থেকে কি করে ভারতের মতো দেশ ও নিজের পরিবারকে আমরা সুরক্ষা প্রদান করতে পারবো – নামক একটি প্রতিবেদন পাই। সেখানে তিনি করোনা থেকে দূরে থাকার জন্য উল্লেখযোগ্য কিছু মতামত দিয়েছেন।  

আমাদের অনুসন্ধানে এই ম্যাসেজটি জাল বলে প্রমাণিত হয়েছে।  গুগল সার্চের দ্বারা প্রাপ্ত মিডিয়া রিপোর্টগুলিতে ডেভি শেট্টির যে পয়েন্ট গুলি দেওয়া হয়েছে তার সাথে ভাইরাল ম্যাসেজের পয়েন্টগুলির কোনো মিল নেই।  

ব্যবহৃত  টুলস:

  • Google search 
  • Media report 

ফলাফল: জাল ম্যাসেজ 

(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। ) 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular