Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ রাজ্যজুড়ে সাড়ম্বরে পালিত হয়েছে ‘খেলা হবে’ দিবস এবং এর আবহে বঙ্গ বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা টুইটারে একটি ভিডিও পোস্ট করে লিখেছেন ‘বলের কাছে লাথি খেয়ে “খেলা হবে দিবস”এর শুভ সূচনা করলেন মাননীয় তৃণমূলের বিধায়ক’ ভিডিওতে দেখা যাচ্ছে কিছু ফুটবল খেলোয়াড়দের সাথে মাঠে রয়েছেন সাদা পাঞ্জাবি পরিহিত এক ব্যক্তি যিনি ফুটবলে শট দিতে গিয়ে পা পিছলে পরে যান। ভিডিওতে বলতে শোনা যাচ্ছে ‘গোপাল চন্দ্র রায় ‘.
একই ভিডিও ফেসবুকেও ছড়িয়েছে-
গতকাল রাজ্যে পালিত হয়েছে তৃণমূল আয়োজিত ;খেলা হবে’ দিবস। গত বছর রাজ্যের নির্বাচনের পরে একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘খেলা হবে’ দিবসের ডাক দেন। এই বছরেও স্বাধীনতা দিবসের আগেই তিনি উল্লেখ করেছিলেন এই দিনটি পালনের কথা। সেই নির্দেশ অনুযায়ী গতকাল নেতাজি ইনডোর স্টেডিয়ামে ‘খেলা হবে’ দিবস পালিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ তিওয়ারি। দিন রাজ্য সরকারের তরফ থেকে কমনওয়েলথ গেমস এ সোনা জেতা অচিন্ত্য শিউলি ও ব্রোঞ্জ পদক জেতা সৌরভ ঘোষালকে বিশেষ সম্মান দেওয়া হয়।
Fact check / Verification
খেলা হবে দিবসের আবহে যে ভিডিওটি ভাইরাল হয়েছে তার সত্যতা জানার জন্য আমরা ভিডিওটিকে কিছু ফ্রেমে ভাগ করে নিয়ে অনুসন্ধান চালাই। রিভার্স ইমেজ করার পর আমরা Mr.Adriano নামের একটি ফেসবুকের লিংক পাই যেখানে এই ভিডিওটি ২০১৭ সালের ১লা সেপ্টেম্বরে আপলোড করা হয়েছিল।
এরপর আমরা Yandex টুলের দ্বারা খোঁজার পর Agartala Tips নামের ফেসবুক পেজের লিংক পাই যেখানে ভিডিওটিকে ২০১৭ সালের ১০ই অগাস্ট আপলোড করা হয়েছিল এবং সাথে লেখা হয়েছে ‘Mr. Gopal Ray jokhon prothombar ball dekhlen, excitement level besi hoia jayone madit goir khailo’
এখানে ভাইরাল ভিডিওটির সাথে আসল ভিডিওটি কিছু সাদৃশ্য তুলে ধরা হলো –
তৃণমূলের খেলা হবে দিবসের আবহে বছর পাঁচেক পুরোনো ভিডিও ছড়ালো
এরপর গুগলে আমরা কিছু কীওয়ার্ড দ্বারা খোঁজার পর ইউটুউবের দুটি ভিডিও পাই। Chanky Rao নামের একটি চ্যানেল থেকে এই ভিডিওটিকে আপলোড করা সাথে লিখেছে ত্রিপুরার বিধায়ক গোপাল রায় ফুটবলে লাথি মারতে গিয়ে পরে আহত হয়েছেন।
অন্যদিকে মজার ফুটবল খেলার ভিডিও হিসেবেও এই ভিডিওটি ইউটুউবে রয়েছে ২০১৭ সাল থেকে।
অর্থাৎ দেখা যাচ্ছে বিজেপির প্রাক্তন সাংসদ অনুপম হাজরা খেলা হবে দিবসের আবহে যে ভিডিটিকে টুইট করে দাবি করেছেন তৃণমূলের বিধায়ক খেলা হবে দিবসের সূচনা করতে গিয়ে আহত হয়েছেন সেটি ২০১৭ সাল থেকেই সোশ্যাল মিডিয়াতে রয়েছে। যদিও আমরা এখনো জানতে পারিনি ভিডিওটির ব্যক্তিটি আসলে ত্রিপুরার কংগ্রেসের বিধায়ক গোপাল রায় কিনা।
Conclusion
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে তৃণমূলের খেলা হবে দিবসের আবহে ২০১৭ সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
Result: False
Our sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।
Authors
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.