শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact Checkঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন? 

ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন? 

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

ফেসবুকে ভাইরাল দাবি বিশ্বকাপে ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন। গতকাল ছিল ঘানা ও দক্ষিণ কোরিয়ার খেলা যেখান নাকি প্রায় জিতে যাওয়া খেলা হেরে কেঁদে ফেলেছেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন-হিউং-মিন। 

ছবিটি ফেসবুকে শেয়ার করে লেখা হয়েছে – ‘কোরিয়ার উইনিং গেইম ছিলো, তবুও হেরে গেলো! ব্যাড লাক;ম্যাচ শেষে আমাদের এশিয়ান মেসি ক্ষ্যাত Heung Min Son এর কান্নারত ছবি’

ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন image 1
Courtesy: Facebook/MessianfancluBanglades
ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন image 2
Courtesy: Facebook/MD AL Mamun

Fact check / Verification 

ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন এই দাবিতে যে ছবিটি পোস্ট করা হয়েছে সেটি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপের সময়ের। 

ফেসবুকে দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন-হিউং-মিনের যে ছবিটি ভাইরাল হয়েছে তার কমেন্ট বক্সে অনেকেই লিখেছে এই ছবিটি গতকালের খেলার নয়, ছবিটি ২০১৮ সালের। এই সূত্র ধরে ভাইরাল ছবিটির Yandex রিভার্স ইমেজ করার পর আমরা হিউংয়ের এই ছবিটি পাই, সাথে কিছু লিংক। The Standard নামের থাই ভাষার একটি অনলাইন সংবাদের লিংক পাই যেখানে ২০১৮ সালের ২৯শে জুনে বিশ্বকাপের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি প্রকাশ করেছে সংস্থাটি। এখানে আমরা হিউংয়ের ক্রন্দনরত ছবিটি পাই। 

ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন image 3

২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপে ২৩শে জুনের ম্যাচে মেক্সিকোর কাছে ২-১ গোলে হেরে যায় দঃ কোরিয়া। এরপর ড্রেসিং রুমে নিজের সতীর্থদের দেখে চোখের জল আটকাতে পারেনি হিউং। শেষমেশ তারা সেই বছরের মতো বিশ্বকাপ থেকে বাদ পরে।

মিডিয়া রিপোর্ট ছাড়াও আমরা Daniel নামের একটি টুইটার অ্যাকাউন্ট পাই যেখানে সন -হিউং-মিনের ২০১৮ সালের মেক্সিকোর বিরুদ্ধে খেলার কিছু ছবি পাই যেখানে তার কাঁদার ছবিটিও রয়েছে। ছবি টুইট করে লেখা হয়েছে’ কি একজন মানুষ, কোরিয়াকে বহন করার জন্য তার ক্ষমতায় সবকিছু করেছে কিন্তু তা যথেষ্ট ছিল না। তিনি একজন কিংবদন্তি এবং সকলের সম্মান পাওয়ার যোগ্য। সনি একজন মহান মানুষ’ 

Imgur.com থেকেও আমরা এই ছবিটি পাই। সেখানে দক্ষিণ কোরিয়ার খেলায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মুন-জে-ইন। ছবিতে দেখা যাচ্ছে মুন হিউংকে সান্ত্বনা দিয়েছেন। এখানে আমরা আরো একটি বিষয় খেয়াল করি তা হলো – হিউং যেখানে দাঁড়ানো, তার পেছনে 2018 FIFA World cup কথাটি লেখা। 

ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন image 4

গতকাল ঘানা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে খেলায় ৩-২ গোলে পরাজিত হয়েছে কোরিয়া।

Conclusion

আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ঘানার বিরুদ্ধে ম্যাচ হেরে কেঁদে ফেললেন দক্ষিণ কোরিয়ার সন-হিউং-মিন এই দাবিটি ছড়ানো ছবিটি ২০১৮ সালের। যা গতকালের ঘানার সাথে ম্যাচের পর ভাইরাল হয়েছে।  

Result: False 

Our Sources

The Standard report of 2018
Tweet from 2018
Imgure.com


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

Authors

With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Paromita Das
With a penchant for reading, writing and asking questions, Paromita joined the fight to combat and spread awareness about fake news. Fact-checking is about research and asking questions, and that is what she loves to do.

Most Popular