Authors
Claim
রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে এবার থেকে ভারতীয় ৫০০ টাকার নোটে গান্ধীজি ও লালকেল্লার পরিবর্তে রামচন্দ্র ও রাম মন্দিরের ছবি থাকবে।
Fact
লালকেল্লার পরিবর্তে এবার থেকে ৫০০ টাকার নোটে রামচন্দ্র ও মন্দিরের ছবি থাকবে এই দাবিতে ৫০০টাকার নোটের যে ছবিটি ভাইরাল হয়েছে তা সম্পাদিত।
প্রথমত মিডিয়াতে বা RBIতে এমন কোনো নির্দেশিকা নেই। মূলত ভারতীয় ৫০০ টাকার নোটে জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি নোটের অভিমুখে থাকে সাথে অশোকস্তম্ভ রয়েছে এবং রয়েছে গভর্নরের স্বাক্ষর। উল্টোপিঠে রয়েছে রাজধানীর লালকেল্লার ছবি, ভারতের ১৫টি আঞ্চলিক ভাষায় লেখা ৫০০শত টাকা কথাটি লেখা।
আমরা RBI এর ওয়েবসাইট দেখি। সেখানে ২০১৬ সাল থেকে চালু হওয়া নতুন ৫০০ টাকার নোটের একটি নমুনা নোটের ছবি রয়েছে। এখানে গান্ধীজি ও লালকেল্লার ছবি ছাপা নোটই আমরা পেয়েছি, কোনো নতুন নোটের ছবি নেই যেখানে রামচন্দ্র ও মন্দিরের ছবি রয়েছে।
আগামী ২২শে জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় খুলতে চলেছে রাম মন্দির এবং সেই আবহে সোশ্যাল মিডিয়াতে ৫০০ টাকার নোটের একটি সম্পাদিত ছবি ভাইরাল হয়েছে।
Result: Altered Image
Source
RBI
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।