Authors
Claim
রামলালার মূর্তি অযোধ্যায় পৌঁছানোর খবর পেয়ে বানর সেনারা পৌঁছেছে অযোধ্যায়।
Fact
রামলালার মূর্তির খবর পেয়ে বানর সেনা অযোধ্যায় উপস্থিত হয়েছে এই দাবিতে যে ভিডিওটি ছড়িয়েছে তার সাথে অযোধ্যার কোনো সম্পর্ক নেই।
ভাইরাল ভিডিওটিকে নিয়ে অনুসন্ধান করার সময় গুগলে কীওয়ার্ড ‘ Monkey Gang On Road ‘ কথাটি লিখে খোঁজার পর কিছু ভিডিও পাই যার মধ্যে অযোধ্যায় রাস্তায় বানর সেনার উপস্থিতির নামে ছড়িয়েছে।
আসল ভিডিওটি ২০২০ সালের ১৩ই মার্চ থাইল্যান্ডের করোনার সময়ের। ভিডিওটি থাইল্যান্ডের লোপবুরি নামের জায়গার যেটি অন্য সময় পর্যটকদের সমাগমে ভরে থাকে, তারা সঙ্গে আনা নানা রকম খাবার দেয়। কিন্তু কোভিডের জন্য লোক সমাগম কম হওয়ায় তারা খাবার পাচ্ছিলো না। ব্যাংককের উত্তর-পূর্বের এই শহরে এক পর্যটকের তোলা ভিডিও এটি যা অযোধ্যার রামলালার মূর্তিতে প্রাণ প্রতিষ্টার আবহে ছড়িয়েছে।
Result: False
Source
YouTube video of The Guardian, 13 March 2020
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।