Authors
Claim
লালকৃষ্ণ আদবানিকে ‘ভারতরত্ন’ সম্মান প্রদানের সময় চেয়ারে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বসার জন্য কোনও চেয়ার দেওয়া হয়নি। তাঁকে অপমান করা হয়েছে।
Fact
ভাইরাল ছবিটির রিভার্স ইমেজ সার্চ করলে CNBCTV18-এর ওয়েবসাইটে, ৩১ মার্চ প্রকাশিত একটি প্রতিবেদনে আমরা একই ছবি ব্যবহার হতে দেখতে পাই। ওই প্রতিবেদন অনুযায়ী, “রবিবার ভারতীয় জনতা পার্টির নেতা এবং প্রাক্তন উপ-প্রধানমন্ত্রী এল কে আদবানির বাসভবনে গিয়ে, তাঁর হাতে ‘ভারতরত্ন’ সম্মান তুলে দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।”
ওই প্রতিবেদনেই রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের একটি পোস্ট দেখতে পাওয়া যায়। ৩১ মার্চের ওই পোস্টে চারটি ছবি রয়েছে এবং সেখানে বলা হয়েছে, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শ্রী এল কে আদভানির বাসভবনে উপস্থিত থেকে, তাঁর হাতে ‘ভারতরত্ন’ সম্মান তুলে দিয়েছেন৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আদবানির পরিবারের সদস্যরা।”
উল্লেখযোগ্যভাবে, ওই পোস্টের একটি ছবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে, প্রধানমন্ত্রী মোদী এবং এস কে আদবানির সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ওই অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে।
ভিডিয়োতে রাষ্ট্রপতি মুর্মুকে প্রথমে বসে থাকতে দেখা যায়। তারপর তিনি উঠে গিয়ে আডবানিকে ‘ভারতরত্ন’ প্রদান করেন।
উল্লেখযোগ্যভাবে, এই বিষয়ে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের প্রাক্তন প্রেস সেক্রেটারি অশোক মালিক বলেছেন , “রাষ্ট্রপতি ভবনের প্রোটোকল অনুযায়ী সম্মানজ্ঞাপনের সময় রাষ্ট্রপতি এবং সম্মান প্রাপক উভয়েই দাঁড়িয়ে থাকেন। কিন্তু উপরাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী-সহ অন্যান্য অতিথিরা বসে থাকেন৷ কিন্তু যদি সম্মান-প্রাপক বয়স্ক হন বা দাঁড়িয়ে থাকতে না পারেন, তবে তিনি বসে থাকতে পারেন।”
সুতরাং এখন এটা স্পষ্ট যে, ‘ভারতরত্ন’ সম্মান প্রদানের সময় রাষ্ট্রপতি মুর্মুকে দাঁড় করিয়ে রাখার যে দাবিটি করা হয়েছে, সেটা ভুয়ো।
Result: Missing Context