শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: এটা কি ভারত থেকে বাংলাদেশে জল ঢোকার ভয়াবহ দৃশ্য? আসল...

Fact Check: এটা কি ভারত থেকে বাংলাদেশে জল ঢোকার ভয়াবহ দৃশ্য? আসল সত্য়িটা জানুন 

Claim

ভারত থেকে বাংলাদেশে জল ঢোকার ভয়াবহ দৃশ্য।

Fact

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রির্ভাস ইমেজ সার্চ করলে দেখা যায় ইকুয়েডরের একটি সংবাদমাধ্যম TC Television-এর ভেরিফাইড ইন্সটাগ্রাম হ্যান্ডেলে গত ১৮ জুন একই ভিডিয়ো আপলোড করা হয়েছিল। ওই প্রতিবেদনের বিবরণের গুগল ট্রান্সলেট করলে জানা যায় যে, সাম্প্রত ইকুয়েডরের ১০টি প্রদেশে প্রায় চুয়ান্নবার প্রবল বৃষ্টি হয়েছে। যার ফলে বন্যা ভূমিধ্বসের মতো ঘটনা ঘটেছে।

এছাড়া, Radio La Voz de la Confeniae নাম ইকুয়েডরের একটি বেতার মাধ্যমের ফেসবুক পেজেও, গত ২০ জুন একই ভিডিও পোস্ট করা হয়েছিল। সেখানে দেওয়া বিবরণ থেকে জানা যায় যে, ভিডিয়োটি ইকুয়েডরের অ্যামাজনের দৃশ্য।

অতএব এটা প্রমাণিত যে, ভাইরাল ভিডিয়োটি ভারত থেকে বাংলাদেশে জল ঢোকার নয়, বরং সেটা ইকুয়েডরের।

Result: False

Sources
Video by  TC Television
Video by Radio La Voz de la Confeniae

Most Popular