রবিবার, সেপ্টেম্বর 1, 2024
রবিবার, সেপ্টেম্বর 1, 2024

HomeFact CheckFact Check: বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়নি, সোশ্যাল মিডিয়ায়...

Fact Check: বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়নি, সোশ্যাল মিডিয়ায় ছড়লো ভুয়ো খবর

Claim

বাংলাদেশ ক্রিকেট দলের হিন্দু ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন

Fact

ভাইরাল ভিডিয়োর একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, অগ্নিদগ্ধ বাড়িটি লিটন দাসের নয়, বরং সেটা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তথা আওয়ামী লিগের সাংসদ মাশরাফি মোর্তাজার বাড়ি। প্রথম আলো, Dhaka tribuneUNB-র মতো একাধিক ওয়েবসাইটে খবরটি প্রকাশিত হয়েছে।

এরপর ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে এবং লিটন দাসেপ ফেসবুকইনস্টাগ্রাম হ্যান্ডেল খুঁজে দেখলেও, তাঁর বাড়িতে আগুন লাগানোর কোনও প্রমাণ মেলেনি। 

সুতরাং এখন প্রমাণিত যে, বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন লাগানো হয়নি। সোশ্যাল মিডিয়ায় ছড়ায়েছে ভুয়ো খবর।

 Result: False

Sources
Report by Dhaka tribuneUNB
Video by Prothom Alo

Most Popular