Authors
Claim: কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখে ওয়ানাড কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করলেন প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া।
Fact: ভাইরাল ভিডিয়োটি অসম্পূর্ণ। প্রথমে বাইরে থাকলেও পড়ে রাহুল গান্ধীর সঙ্গে ঘরে প্রবেশ করেছিলেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এবং প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন তিনি।
ওয়ানাড কেন্দ্রের উপনির্বাচনে, কংগ্রেস প্রার্থী হিসেবে ইতিমধ্য়ে মনোনয়ন জমা দিয়েছে প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া। ওই সময়কার একটি ৪৮ সেকেন্ডের ভিডিয়ো ক্লিপ, গত ২৩ অক্টোবর থেকে সোশ্যাল মিডিয়া ভাইরাল। যেখানে প্রিয়াঙ্কা গান্ধীর মনোনয়ন পেশের সময় ঘরের বাইচে দাঁড়িয়ে থাকতে এবং দরজা দিয়ে উঁকি মারতে দেখা যাচ্ছে কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে। সোশ্য়াল মিডিয়ায় অনেকেই ভিডিয়োটি পোস্ট করেছেন। ফেসবুকে একজন লিখেছেন, “আজ প্রিয়াঙ্কা বঢরার মনোনয়নের সময় যেভাবে মল্লিকার্জুন খাড়গেকে ঘরের বাইরে রাখা হয়েছিল, ঠিক তেমনই সংরক্ষণ তুলে নিয়ে দলিত সমাজের মানুষকে সম্মান ও সুযোগ থেকে বঞ্চিত করবেন রাহুল গান্ধী। গান্ধী পরিবার যদি খাড়গে এভাবে অপমান করতে পারে, তাহলে দলিত সমাজের প্রতি তাদের কতটা ঘৃণা তা আপনারা বুঝতে পারবেন।” (পোস্টের বানান পরিবর্তন করা হয়নি)
বিজেপির অফিসিয়াল এক্স হ্য়ান্ডেল-সহ, ভিডিয়োটি পোস্ট করেছেন অসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
এছাড়া, টাইমস নাউ এবং নিউজ 18-এর মতো সংবাদমাধ্য়মগুলিও এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে।
Fact Check/ Verification
ইন্টারনেটে কিওয়ার্ড সার্চ করলে প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়ার মনোনয়ন সংক্রান্ত বহু সংবাদ প্রতিবেদন আমাদের নজরে পড়ে।
২৩ অক্টোবর Indian Express ওয়েবসাইটে প্রকাশিক একটি প্রতিবেদন অনুযায়ী, “কালপেট্টায় একটি মেগা রোডশোর পর, প্রিয়াঙ্কা জেলা শাসকের কাছে গিয়েছিলেন। জেলা শাসক এবং রিটার্নিং অফিসার ডিআর মেঘশ্রীর কাছে কাগজপত্র জমা দিয়েছিলেন। ওই সময় তাঁর পাশে ছিলেন ভাই রাহুল, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে ও মা সোনিয়া গান্ধী এবং পার্টির সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল। প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বডঢ়া এবং ছেলে রেহান শাসকের চেম্বারের বাইরে ছিলেন।”
একই দিনে, Hindustan Times ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায় যে, মল্লিকার্জুন খাড়্গেকে অপমানের অভিযোগ তুলে কংগ্রেসকে দলিত-বিরোধী বলে তোপ দেগেছে বিজেপি। যদিও ছবিতে মল্লিকার্জুন খাড়্গেকে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর পাশে বসে থাকতে দেখা গিয়েছে। Deccan Herald-এ প্রকাশিত প্রতিবেদনে মল্লিকার্জুন খাড়্গেকে প্রিয়াঙ্কা গান্ধীর পাশে বসে থাকতে দেখা গিয়েছে।
২৩ অক্টোবর কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্য়ান্ডেলে প্রকাশিত ভিডিয়োতে দেখতে পাওয়া যায় যে, কালপেট্টায় ওয়ানাড উপনির্বাচনের জন্য় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়ার পাশেই রয়েছেন মল্লিকার্জুন খাড়্গে, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কংগ্রেসে অফিসিয়ার ফেসবুক পেজেও ভিডিয়োটি দেখতে পাওয়া যাবে।
মল্লিকার্জুন খাড়্গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী গোটা মনোনয়ন পর্বের ছবি নিজ নিজ এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছিলেন। যেখানে ভাইরাল দাবিটি সত্য়ি বলে প্রমাণইত হচ্ছে না।
২৪ অক্টোবর, ভাইরাল দাবিটিকে মিথ্য়ে বলে, আসল ঘটনার ভিডিয়োটি নিজেদের এক্স হ্য়ান্ডেলে পোস্ট করেছে কংগ্রেস।
মনোনয়ন জমা দেওয়ার সময় ঠিক কী ঘটেছিল? ২৪ অক্টোবর এই সংক্রান্ত একটি রিপোর্ট প্রকাশ করেছিল India Today। ঘটনাস্থলে উপস্থিত তাঁদের রিপোর্টার জানিয়েছিলেন, “কালপেট্টায় মনোনয়ন জমা দেওয়ার জন্য় বেলা ১টার মধ্য়ে প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়াকে জেলা শাসকের অফিসে পৌঁছাতে হতো। কিন্তু তাঁর অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তাই প্রচার অভিযানের মাঝ থেকেই তিনি জেলা শাসকের অফিসের উদ্দেশ্য়ে রওনা দিয়েছিলেন এবং ১টা বেজে ২৪ মিনিট নাদাগ সেখানে পৌঁছে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রবার্ট বডঢ়া এবং ছেলে। জেলা শাসককে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন যে, তাঁর মা, ভাই ও কংগ্রেস প্রেসিডেন্ট সেখানে কিছুক্ষণের মধ্য়েই উপস্থিত হবেন এবং তখন তাঁর স্বামী ও ছেলে বাইরে চলে যাবে।“ প্রতিবেদন অনুযায়ী, “জেলা শাসক কংগ্রেস প্রার্থীকে জানিয়েছিলেন যে, বাকি ,সদস্য়রা দ্বিতীয় দফার মনোনয়ন জমা করার সময় উপস্থিত থাকতে পারেন। সেই মতো ১টা বেজে ২৫ মিনিটে নিজের প্রথম দফার মনোনয়নপত্র জমা করেছিলেন প্রিয়াঙ্কা গান্ধী বডঢ়া।”
প্রতিবেদন অনুযায়ী আরও জানা যায় যে, পরে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়্গে, কেসি বেণুগোপাল জেলা শাসকের অফিসে পৌঁছলেও তাঁদের ঘরে ঢুকতে দেওয়া হয়নি। কারণ তখন জেলা শাসক জমা পড়া প্রথম পর্বে মনোনয়নপত্র খতিয়ে দেখছিলেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, “এরপর রবার্ট বডঢ়া ও প্রিয়াঙ্কার ছেলে বাইরে চলে গেলে মল্লিকার্জুন খাড়্গে ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। এমনকী রাহুল গান্ধীকেও বাইরে অপেক্ষা করতে হয়েছিল। কেবলমাত্র খাড়্গের বাইরে অপেক্ষা করার ভিডিয়োটি ব্য়বহার করে কংগ্রেসকে আক্রমণ করেছে বিজেপি।”
Conclusion
সুতরাং এখান থেকে স্পষ্ট যে, কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গেকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রেখে ওয়ানাড কেন্দ্রের প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন প্রিয়াঙ্কা গান্ধী, এই দাবিটি ভুয়ো।
Result: Missing Context
Sources
X post, Congress, October 23, 2024
India Today report, October 24, 2024
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।