রবিবার, জানুয়ারি 5, 2025
রবিবার, জানুয়ারি 5, 2025

HomeFact CheckFact Check: বাঘের এই ভাইরাল ভিডিয়োটি পুরনো, সাম্প্রতিক সময়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের...

Fact Check: বাঘের এই ভাইরাল ভিডিয়োটি পুরনো, সাম্প্রতিক সময়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের নয়

Claim

২২ ডিসেম্বর পুরুলিয়ার অযোধ্য়া পাহাড় এলাকায় প্রবেশ করছে সুন্দরবনের বাঘ

Fact

ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ৮ নভেম্বর একই ভিডিয়ো, News18 Kannada-এর অফিসিয়াল ইউটিউব চ্য়ানেলে পোস্ট করা হয়েছিল। ওই ভিডিয়ো থেকে জানা যায় যে, কর্ণাটকের গোপালস্বামী মন্দিরের কাছের এলাকায় এই বাঘটিকে দেখা গিয়েছিল।

আবার, ১৫ নভেম্বর একই ভিডিয়ো পোস্ট করে TV9 Telugu জানিয়েছিল যে, তেলঙ্গানার নির্মল জেলার খানাপুর এলাকায় বাঘটিকে  দেখা গিয়েছিল।

একই তথ্য় প্রকাশ করেছিল The Siasat Daily-ও।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের একটা অংশ দাপিয়ে বেরায় ‘জিনাত’ নামের একটি বাঘিনী। জঙ্গলমহলে কার্যত ত্রাসের পরিবেশ তৈরি হয়। অবশেষে দীর্ঘ চেষ্টার পর তাকে বাগে আনতে সক্ষম হন বনকর্মীরা। 

অতএব, বাঘের  ভাইরাল ভিডিয়োটি আসলে কোথাকার সেই বিষয়ে স্পষ্ট তথ্য় না থাকলেও এটা স্পষ্ট যে, সেটি পুরনো। সাম্প্রতিক সময়ের নয়  

Result: Partly False

Sources
Video by News18 Kannada, Dated November 8, 2024
Video by TV9 Telugu, Dated November 15, 2024
Video by The Siasat Daily, Dated November 15, 2024

Most Popular