দাবি
সোশ্যাল মিডিয়াতে সম্প্রতি ভারত বায়োটেককে নিয়ে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে নার্স ইনজেকশন দিচ্ছে। বলা হয়েছে ছবির এই ব্যক্তিটি ভারত বায়োটেকের ভিপি ডঃ ভিকে শ্রীনিবাস । Covaxin কোবিড এর ভ্যাকসিনের প্রথম ডোজ এই ভিপি নিজের শরীরে নিচ্ছেন।
ফেসবুকে ভাইরাল এই পোস্টার কিছু পোস্ট শেয়ার করা হলো।


ফ্যাক্ট-চেক
করোনার ভ্যাকসিন নিয়ে একটি রিপোর্ট পাই আমরা Live Mint থেকে, যেখানে বলা হয়েছে ভ্যাকসিন প্রস্তুত কারক সংস্থা ভারত বায়োটেক Covaxin ভ্যাকসিন আবিষ্কার করেছে যে হয়তো ভারতের সম্ভাব্য প্রথম করোনা ভাইরাসের ডোজ। ICMR থেকে সবুজ সংকেত পাওয়া এই সংস্থা ভ্যাকসিন ট্রায়ালের জন্য ১১০০ জন কে তালিকাভুক্ত করেছে। যদিও প্রথম ট্রায়ালের জন্য ৩৭৫ জনের উপর এই পরীক্ষা হবে বলে জানা গেছে ICMR এর এক প্রবক্তার থেকে।
ফেসবুকে ভাইরাল ছবি যেখানে দাবি করা হয়েছে ভারত বায়োটেক সংস্থার ভিপি ডঃ ভিকে শ্রীনিবাস Covaxin এর প্রথম ডোজ নিচ্ছেন, দাবিটি সম্পূর্ণ ভুল। ছবিতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে উনি ভারত বায়োটেকের ভিপি নন।
ভারত বায়োটেকের টুইটার পেজ থেকে আমরা একটি পোস্ট পাই যেখানে এই দাবিকে মিথ্যে বলা হয়েছে। তাদের টুইটার পোস্ট অনুসারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া এই ছবিটি ভুল দাবি করছে। প্রত্যেক কর্মীদের নিয়মমাফিক রক্ত পরীক্ষার ছবি এটি যা ভারত বায়োটেকের ল্যাবেই হয়েছে।
পোস্টটি আমরা নিচে দিলাম।
আমরা এরপর ভাইরাল ডঃ ভিকে শ্রীনিবাসের সম্পর্কে জানার জন্য ভারত বায়োটেকের ওয়েবসাইটে যাই। কোম্পানীর প্রতিষ্ঠাতা থেকে শুরু করে ম্যানেজমেন্ট পদে করা আসীন তাদের সম্পর্কে জানি। কিন্তু কোথাও ডঃ ভিকে শ্রীনিবাসের নাম উল্লেখ নেই।


ভ্যাকসিন প্রস্তুত কারক সংস্থা ভারত বায়োটেকের টুইটার পোস্ট থেকে জানতে পারি যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ছবি- ডঃ শ্রীনিবাস যাকে বলা হচ্ছে ভারত বায়োটেকের ভাইস প্রেসিডেন্ট, করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ তিনি নিজের শরীরে নিয়েছেন, তা সম্পূর্ণ ভুল দাবি।
ব্যবহৃত টুলস
- Google keyword search
- Media repot
- Bharat Biotech tweet
ফলাফল
ভুল দাবি Falsely attributed
(সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। )