শুক্রবার, নভেম্বর 22, 2024
শুক্রবার, নভেম্বর 22, 2024

HomeCoronavirusচা বা কফি খেলেই সেরে যাবে করোনা? না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভুল...

চা বা কফি খেলেই সেরে যাবে করোনা? না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভুল দাবি

Authors

Believing in the notion of 'live and let live’, Preeti feels it's important to counter and check misinformation and prevent people from falling for propaganda, hoaxes, and fake information. She holds a Master’s degree in Mass Communication from Guru Jambeshawar University and has been a journalist & producer for 10 years.

করোনা ভাইরাসকে অনেক এমন পোস্ট ভাইরাল হয়েছিল যেগুলি কোনটা অবৈজ্ঞানিক, কোনটা আবার যুক্তিহীন।  কিছু এমন বিষয় ভাইরাল হয়েছিল করোনা ভাইরাসকে নিয়ে যা বিশ্বস্বাস্থ্য সংস্থা প্রথমে মানা করলেও পরে সম্মতি জানায়। নতুন এই ভাইরাসকে নিয়ে সাধারণ লোকের মধ্যে ভয়ের কোনো শেষ নেই। সম্প্রতি এই করোনা ভাইরাসকে নিয়ে একটি পোস্ট শেয়ার করা হয়েছে যেখানে দাবি করা হয়েছে, চা পান করলে নাকি সেরে যেতে পারে করোনা।

Viral Twitter post
Viral Facebook post

Fact check / Verification

সোশ্যাল মিডিয়াতে যে পোস্টটি ভাইরাল হয়েছে সেখানে চায়ের কথা বলে হয়েছে।  তবে চীনের ডাক্তার লি ওয়েনলিয়াং দাবি করেছিলেন যে কফিতে Methylxanthine, Theobromine ও  Theophylline নামক রাসায়নিক  থাকে যা কোনো মানুষের শরীর থেকে করোনার জীবাণুকে ধ্বংস করতে সক্ষম। যে মানবদেহে মোটামুটি পরিমানে রোগপ্রতিরোধক ক্ষমতা থাকে সেই দেহে এই রাসায়নিক বেশি ভালো কাজ দেয়। ডাক্তার লি ওয়েনলিয়াং সবার প্রথম মরণ ভাইরাস করোনাকে চীনের সামনে এনেছিলেন।  এর প্রাণঘাতী ক্ষমতা যে কতখানি তা প্রমান করার আগেই এই ভাইরাস তাকে খেয়ে ফেলে।

তার নাম করে যে পোস্টটি ভাইরাল হয়েছে সেখানে CNN খবরের চ্যানেলের কথা বলা হয়েছে। আমরা কিছু কীওয়ার্ড দিয়ে সার্চ করে CNN এর এই ধরণের কোনো সংবাদ ছেপেছে কিনা জানার চেষ্টা করি।  কিন্তু এই ধরণের কোনো খবর আমরা পাইনি। পোস্টটির সন্দেহজনক এই দাবিটি আদৌও সত্যি কিনা জানার জন্য আমরা বিশ্বস্বাস্থ্য সংস্থার করোনা নির্দেশিকাগুলো দেখতে থাকি।  তাদের তরফ থেকে এমন কোথাও কোনো দাবি করা হয়নি যে পানিও যেমন কফিতে থাকা  Methylxanthine, Theobromine ও  Theophylline নামক রাসায়নিক করোনা ভাইরাসকে নির্মূল করতে সক্ষম।  

PIB Fact Check এর একটি টুইট আমরা পাই যেখানে এই চা, কফি কে নিয়ে করা দাবির সত্যতা যাচাই করেছে।  তাদের মতে এখনো পর্যন্ত কোনো প্রমান পাওয়া যায়নি যে চা না কফি তে থাকা রাসায়নিক করোনা মোকাবিলা করতে পারদর্শী।  

Conclusion

আমাদের অনুসন্ধানের দ্বারা প্রমাণিত যে করোনা ভাইরাসকে নির্মূল করতে চা বা কফি পান করা নিয়ে যে পোস্টটি ভাইরাল হয়েছে তার দাবি সম্পূর্ণ ভুল। এই পর্যন্ত এমন কোনো বৈজ্ঞানিক প্রমান নেই যে চা বা কফির মধ্যে থাকা রাসায়নিক Methylxanthine, Theobromine ও  Theophylline করোনা ভাইরাসকে শেষ করতে পারে।  

Result: False 


Our Sources

WHO- https://www.who.int/emergencies/diseases/novel-coronavirus-2019/advice-for-public/myth-busters

PIBhttps://twitter.com/PIBFactCheck/status/1242715853042233344


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।

Authors

Believing in the notion of 'live and let live’, Preeti feels it's important to counter and check misinformation and prevent people from falling for propaganda, hoaxes, and fake information. She holds a Master’s degree in Mass Communication from Guru Jambeshawar University and has been a journalist & producer for 10 years.

Preeti Chauhan
Believing in the notion of 'live and let live’, Preeti feels it's important to counter and check misinformation and prevent people from falling for propaganda, hoaxes, and fake information. She holds a Master’s degree in Mass Communication from Guru Jambeshawar University and has been a journalist & producer for 10 years.

Most Popular