ফেসবুকে সম্প্রতি ছেলেকে হারানোর পর কান্নায় ভেঙে পড়লেন সীতারাম ইয়েচুরি এই দাবিতে একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দুটি মানুষকে দেখা যাচ্ছে যাদের মধ্যে একজন পিপিই কিট পড়া। এরা একে অপরকে জড়িয়ে কাঁদছে।




গতকাল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সীতারাম ইয়েচুরির বড়ো ছেলে আশীষ ইয়েচুরি। এই কথা নিজে টুইট করে জানিয়েছেন সীতারাম। তারপর থেকেই ফেসবুকে ছড়িয়েছে এই ছবিটি।
Fact -check / Verification
গতকাল সীতারাম ইয়েচুরি নিজের বড়ো সন্তানের মৃত্যুর খবর টুইটারে পোস্ট করার পর থেকেই অনেকেই ওনাকে ও ওনার পরিবারকে সান্ত্বনা দিয়েছেন। প্রধানমন্ত্রী মোদী থেকে শুরু করে রাষ্ট্রপতি, কেরলের মুখ্যমন্ত্রী প্রত্যেকেই ইয়েচুরি পরিবারের এই দুঃখের দিনে পাশে দাঁড়িয়েছেন।
আরও পড়ুন : হাসপাতালে বেড না পেয়ে রাস্তায় অক্সিজেনের সিলিন্ডার সমেত বসে পড়লেন বৃদ্ধা?
ছেলেকে হারানোর পর কান্নায় ভেঙে পড়লেন সীতারাম ইয়েচুরি এই পোস্টটি বেশ ভাইরাল হয়েছে ফেসবুকে। ভাইরাল এই ছবির সত্যতা জানার জন্য আমরা অনুসন্ধান শুরু করি।
ছেলেকে হারানোর পর কান্নায় ভেঙে পড়লেন সীতারাম ইয়েচুরি এই দাবিতে শেয়ার হওয়া ছবিটি ইয়েচুরি সম্পর্কিত নয়
গুগল রিভার্স ইমেজ করার পর আমরা Jansatta ও Deccan Herald এর দুটি লিংক পাই যেখানে এই ছবিটি রয়েছে। দিল্লীতে করোনা ক্রমাগত মারণ ছোবল বসাচ্ছে। এই পরিস্থিতিতে না আছে পর্যাপ্ত পরিমান বেড, না আছে অক্সিজেন না আছে ওষুধের সরবরাহ। ও সংবাদপত্র এই ঘটনাকে নিয়ে প্রকাশিত খবরে সীতারাম ইয়েচুরির নামে ভাইরাল ছবিটি ব্যবহার করেছে। এই ছবিটি রয়টার্স -এর তোলা।

Conclusion
ছেলেকে হারানোর পর কান্নায় ভেঙে পড়লেন সীতারাম ইয়েচুরি এই দাবিতে শেয়ার করা ছবিটির সাথে সীতারাম ইয়েচুরির ছেলের মৃত্যু সম্পর্কিত নয়। ছবিটি রয়টার্স -এর তোলা যেটি দিল্লীতে করোনা পরিস্থিতির উপর প্রকাশিত Jansatta, Deccan Herald এর খবরের ব্যবহৃত হয়েছে।
Result- Misplaced context
Our sources
Deccan herald- https://www.deccanherald.com/national/north-and-central/delhi-nearly-breathless-as-india-struggles-with-covid-19-storm-976862.html
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।