Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Crime
বাংলা ভাষায় কথা বলায় এক যুবকের উপর লাঠিচার্জ করল উত্তরপ্রদেশ পুলিশ।

ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০২১ সালের ১০ ডিসেম্বর, একই ধরনের একটি ছবি-সহ, Times Now-র ওয়েবসাইটে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। সেই প্রতিবেদন থেকে জানা যায় যে, উত্তরপ্রদেশের কানপুরের দেহাত জেলার আকবরপুর শহরে অবস্থিত জেলা হাসপাতালের বহির্বিভাগের কাজ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছিল চতুর্থ শ্রেণির কর্মীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিল পুলিশ। অভিযোগ, এরপর পুলিশের সঙ্গেও অসহযোগিতা করেছিল বিক্ষোভকারীরা। বাধ্য হয়ে পুলিশের তরফে লাঠিচার্জ করা হয়েছিল। সেই ঘটনাই ভিডিয়ো ভাইরাল হয়েছিল। যেখানে কোলে বাচ্চা থাকা অবস্থায় এক ব্যক্তিকে মারধর করতে দেখা গিয়েছিল পুলিশকে।
দেহাত জেলা পুলিশের তৎকালীন অতিরিক্ত পুলিশ সুপার ঘনশ্যাম চৌরাশিয়া জালিয়েছিলেন যে, হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মী রাজনীশ শুক্লার নেতৃত্বে প্রায় শতাধিক কর্মী, হাসপাতালের বহির্বিভাগের কাজ বন্ধ করে দিয়ে, বিক্ষোভে সামিল হয়েছিল। এই ঘনশ্যাম শুক্লার বিরুদ্ধে অতীতে এসডিএম-কে মারধরেরও অভিয়োগ উঠেছিল। ভাইরাল ভিডিয়োতে পুলিশকে যাকেমারতে দেখা যাচ্ছে, সে ঘনশ্যাম শুক্লার ভাই।

Ndtv, Indian Express , News18-এর ওয়েবসাইটেও একই ঘটনা প্রকাশিত হয়েছিল।
প্রথমত ভিডিয়োটি পুরনো এবং কোনও সংবাদমাধ্যমের তরফেই বলা হয়নি যে, বাংলা ভাষায় কথা বলার কারণে ব্যক্তিকে মারধর করা হয়েছিল। ফলে এখান থেকে স্পষ্ট যে ভাইরাল দাবিটি ভুয়ো।
Sources
Report by Times Now, dated December 10, 2021
Report by Ndtv, dated December 10, 2021
Report by Indian Express, dated December 10, 2021
Report by News18, dated December 10, 2021
Salman
August 14, 2025
Paromita Das
March 30, 2020
Paromita Das
March 5, 2022