সম্প্রতি রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের আবহে কিছু ছবি ভাইরাল হয়েছে যেমন রাষ্ট্রপতি জেলেনস্কির যুদ্ধের পোশাকের ছবি, ইস্কন মন্দিরের তরফ থেকে খাবার পরিবেশনের ছবি যাদের এখনকার বলে দাবি করা হয়েছে। অন্যদিকে কিছু ভিডিও ভাইরাল হয়েছে যা রাশিয়া-ইউক্রেন বিবাদ সম্পর্কিত নয়। আজকের এ জানুন সেই সমস্ত ছবি, ভিডিওর আসল সত্যতা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ISKCON দ্বারা খাবার পরিবেশনের পুরোনো ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে ISKCON দ্বারা খাবার পরিবেশনের যে ছবিটি ভাইরাল হয়েছে তা ২০১৯ সাল থেকেই ইন্টারনেটে মজুত রয়েছে। ছবিটির সাথে বর্তমানের রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের(Russia-Ukraine Conflict) কোনো সম্পর্ক নেই।
সম্পূর্ণ তথ্যটি এখানে পাবেন

ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সাথে সম্পর্কিত নয়
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে একটি ছোট্ট মেয়ের সেনাকে দেখে প্রতিবাদ করার ভিডিওটি যেটি বর্তমানে রাশিয়া -ইউক্রেনের যুদ্ধের আবহে ভাইরাল হয়েছে তা ২০১২ সালের প্যালেস্তাইনের ঘটনা। আহেদ তামিমী যাকে ভিডিওতে দেখা যাচ্ছে সে প্যালেস্তানী। ভিডিওটির সাথে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনো সম্পর্ক নেই।
সম্পূর্ণ তথ্যটি এখানে পাবেন

ইউক্রেনের উপর রাশিয়ার ভ্যাকুয়াম বোমার ফেলার দাবিতে ছড়ালো পুরোনো ও অপ্রাসঙ্গিক ভিডিও
আমাদের অনুসন্ধানে প্রমাণিত হয়েছে ফেসবুকে ইউক্রেনের উপর রাশিয়ার ভ্যাকুয়াম বোমার ফেলার দাবিতে নিউজ ১৮ বাংলার তরফ থেকে যে ভিডিওটিকে সম্প্রচারিত হয়েছে তা ২০২০ সালের রাশিয়ার মারণাস্ত্রের ভিডিও।
সম্পূর্ণ তথ্যটি এখানে পাবেন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে যুদ্ধ পোশাকে ইউক্রেন রাষ্ট্রপতি জেলেনস্কির পুরোনো ছবি ছড়ালো
আমাদের পর্যবেক্ষণে প্রমাণিত হয়েছে সোশ্যাল মিডিয়াতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে যুদ্ধ পোশাকে ইউক্রেন রাষ্ট্রপতির কিছু ছবি ভাইরাল হয়েছে যা বর্তমানে চলা রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সাথে সম্পর্কিত নয়।
সম্পূর্ণ তথ্যটি এখানে পাবেন

মিস ইউক্রেন সেনাবাহিনীতে যোগদান করে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে নামেননি
না, আনাস্তাসিয়াকে নিয়ে যে দাবি করা হয়েছে তার সত্যতা তিনি নিজেই সামনে এনেছেন। ২০১৫ সালের ইউক্রেনের সেরা সুন্দরীর খেতাব জেতা আনাস্তাসিয়া নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে জানিয়েছেন তিনি সেনা বাহিনীতে নেই, আর পাঁচজন সাধারণ ইউক্রেন বাসীর মতো তিনিও একজন মানুষ, একজন নারী।
সম্পূর্ণ তথ্যটি এখানে পাবেন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন ।