একটি মিছিল। অভিযোগ, সেই মিছিলে ডিজে বাজানো হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই গোষ্ঠী। উত্তপ্ত হয়ে ওঠে মালদহের মোথাবাড়ি। ইতিমধ্যে এলাকায় ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা (আগের ১৪৪ ধারা) জারি করেছে পুলিশ প্রশাসন, ১৯ টি মামালা রুজু হয়েছে এবং গ্রেফতারির সংখ্যা ৬০-এর বেশি।
এই পরিস্থিতিতে, মালদহের মোথাবাড়িতে অশান্তির দাবিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে বহু ছবি ও ভিডিয়ো। যার মধ্যে একটি ভিডিয়োতে লাঠি হাতে বিশাল সংখ্যক জনতাকে মারামারিতে জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে। ভিডিয়োটিকে মালদহের মোথাবাড়ির সাম্প্রতিক সংঘর্ষের সঙ্গে জুড়ে নেটমাধ্যমে পোস্ট করছেন অনেকেই।

Fact Check/ Verification
ভাইরাল ভিডিয়োটির একটি কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে দেখা যায় যে, ২০১৭ সালের ২৭ অক্টোবর একই ভিডিয়ো Viraj Jariv নামের একটি ইউটিউব চ্যানেলে পোস্ট করা হয়েছিল। ইংরেজিতে শিরোনাম ছিল, “India Vs Pakistan serious fight……”
২০১৮ সালের ৭ ডিসেম্বর আরও একটি ইউটিউব চ্যানেলে একই ভিডিয়ো পোস্ট করা হয়েছিল।
Conclusion
ভাইরাল ভিডিয়োটি আসলে কোন ঘটনার সঙ্গে যুক্ত বা কোন স্থানের, সেই সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। তবে এখান থেকে একটা বিষয় স্পষ্ট যে, ভাইরাল ভিডিয়ো মালদহের মোথাবাড়ির সাম্প্রতিক সংঘর্ষের নয়। সেটি মোটামুটি ২০১৭ সাল থেকে ইন্টারনেটে রয়েছে।
Source
Video by Viraj Jariv, Dated October 27, 2017
ফ্যাক্ট-চেক এবং সমস্ত আপডেটের জন্য আমাদের WhatsApp চ্যানেল ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va23tYwLtOj7zEWzmC1Z